×

জাতীয়

ধুনটে প্রনোদনা পেল দু’হাজার কৃষক

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ০৪ নভেম্বর ২০১৮, ০৩:২৯ পিএম

ধুনটে প্রনোদনা পেল দু’হাজার কৃষক
বগুড়ার ধুনট উপজেলায় ২০১৮-২০১৯ অর্থ বছরের কৃষি প্রনোদনা কর্মসূচির আওতায় ক্ষুদ্র ও প্রান্তিক ২হাজার ১৯০জন কৃষক বিনামূল্যে বীজ সার সহায়তা পেয়েছে। রবিবার আনুষ্ঠানিক ভাবে কৃষকদের মাঝে বীজ-সার বিতরণ করা হয়। উপজেলা নির্বাহি অফিসার রাজিয়া সুলতানার সভাপতিত্বে বীজ-সার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য দেন সংসদ সদস্য বীরমুক্তিযোদ্ধা আলহাজ্ব হাবিবর রহমান। অনুষ্ঠানে আরো বক্তব্য দেন ধুনট পৌরসভার মেয়র এজিএম বাদশাহ্, উপজেলা কৃষি অফিসার মোহাম্মদ জাহাঙ্গীর আলম, ধুনট থানার অফিসার্স ইনচার্জ (ওসি) ইসমাইল হোসেন, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক মহসিন আলম, সাংগঠনিক সম্পাদক শরিফুল ইসলাম খাঁন, উপজেলা উপসহকারী কৃষি কর্মকর্তা (বিএস) আব্দুস সোবহান, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি সুলতান মাহমুদ ও উপজেলা ছাত্রলীগের সভাপতি জাকারিয়া খন্দকার। উপজেলা কৃষি কর্মকর্তা মোহাম্মদ জাহাঙ্গীল আলম বলেন, ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের কৃষি প্রনোদনা সরকারের একটি মহৎ উদ্যোগ। এই কর্মসূচির আওতায় ধুনট উপজেলার ১১৫জন কৃষককে গম, ৮৩০জনকে ভুট্রা, ৪৯০জনকে সরিষা, ৪০জনকে চিনা বাদাম, ১০জনকে বিটি বেগুন, ৪১৫জনকে বোরো, ২২০জনকে গ্রীষ্মকালীন তিল ও ৭০জন কৃষককে গ্রীষ্মকালীন মুগ ডাল চাষের জন্য বীজ সার প্রদান করা হয়েছে

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App