×

খেলা

কিংসলির জোড়া গোলে জিতল মোহামেডান

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ০৪ নভেম্বর ২০১৮, ০৩:০৭ পিএম

কিংসলির জোড়া গোলে জিতল মোহামেডান
অবশেষে হারের বৃত্ত থেকে বেরিয়ে এলো মোহামেডান স্পোর্টিং ক্লাব। ফেডারেশন কাপে গতকাল দিনের প্রথম ম্যাচে নবাগত ক্লাব নোফেল স্পোর্টিং ক্লাবকে ২-০ গোলে হারিয়ে মৌসুমের প্রথম জয় পায় ক্রিস্টোফার ইভান্সের শিষ্যরা। দলের হয়ে দুটি গোলই করেন কিংসলি চিগুজি। এ জয়ের ফলে কোয়ার্টার ফাইনালের আশা বাঁচিয়ে রাখল দশবারের চ্যাম্পিয়নরা। দিনের অন্য ম্যাচে শেখ জামাল ধানমন্ডি ক্লাবের বিপক্ষে ১-১ গোলের ড্র করেছে বসুন্ধরা কিংস। আজ দিনের একমাত্র ম্যাচে গ্রুপ সেরা হওয়ার লড়াইয়ে চিটাগং আবাহনীর মোকাবেলা করবে আরামবাগ। বাংলাদেশের ফুটবলের অন্যতম জনপ্রিয় মোহামেডান স্পোর্টিং ক্লাব কোথায় যেন বিলীন হয়ে যাচ্ছে! এ দলের ফুটবলাররা নিজেদের ভালোমতো মেলে ধরতে পারছেন না। ফলে কাক্সিক্ষত সুবিধাও করতে পারছে না দলটি। মৌসুমের প্রথম টুর্নামেন্ট ফেডারেশন কাপে নিজেদের প্রথম ম্যাচেই এর প্রমাণ পাওয়া গেছে। ‘ডি’ গ্রুপের খেলায় নবাগত বসুন্ধরা কিংসকে পরাজিত করতে পারেনি মিথুন-এমেলিরা। ওই ম্যাচে ৫-২ গোলের বড় ব্যবধানে হেরেছে মোহামেডান স্পোর্টিং ক্লাব। এদিন বসুন্ধরা কিংসের পক্ষে দুটি গোল করেন মার্কোস ভিনিসিয়াস। একটি করে গোল করেন ড্যানিয়াল কলিন্দাস, মতিন মিয়া এবং জর্জ গোতর। আর মোহামেডানের হয়ে দুটি গোল করেন ল্যান্ডিং ডারবোয়ি। প্রথম ম্যাচ হারায় টুর্নামেন্টে টিকে থাকতে হলে গতকাল জয়ের কোনো বিকল্প ছিল না ইভান্সের শিষ্যদের। প্রতিপক্ষ নোফেল স্পোর্টিং ক্লাব হওয়ার কারণে হেসে খেলেই জিতবে- এমনটিই আশা করেছিল মোহামেডান। বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে ম্যাচের শুরু থেকে দারুণ ছন্দেই ফুটবল খেলছিল ডারবোয়ি-এমিলিরা। একের পর এক আক্রমণও করে প্রতিপক্ষের রক্ষণভাগে। কিন্তু কাক্সিক্ষত গোলের দেখা পাচ্ছিল না পয়েন্ট টেবিলের তৃতীয় স্থানে থাকা দলটি। গোলের সুবর্ণ সুযোগ পেয়েও বারবার মিস করেন ফরোয়ার্ড কিংসলি চিগুজি। ফলে গোলশূন্য ব্যবধানে থেকে বিরতিতে যায় দুদল। দ্বিতীয়ার্ধে খেলতে নেমে গোলের জন্য মরিয়া হয়ে উঠে মোহামেডান। কিন্তু ফের সুযোগ নষ্ট করেন চিগুজি। এমতাবস্থায় মোহামেডানের সমর্থকরা হয়তো নাইজেরিয়ান এই ফরোয়ার্ডকে নিয়ে রীতিমতো বাজে মন্তব্যই করা শুরু করেছিল। কিন্তু মাত্র এক মিনিটে দুটি গোল উপহার দিয়ে ২০০৯ সালের চ্যাম্পিয়নদের জয় নিশ্চিত করেন ওই কিংসলিই। ম্যাচের ৬৯ মিনিটে ল্যান্ডিং ডারবোয়ির লম্বা করে বাড়ানো বল ডিফেন্ডাররা বিপদমুক্ত করতে ব্যর্থ হলে তা পেয়ে যান চিগুজি। ডান পায়ের শটে লক্ষ্যভেদ করেন নাইজেরিয়ার এই ফরোয়ার্ড। ওই মিনিটেই সতীর্থের বাড়ানো ক্রসে হেডে লক্ষ্যভেদ করে ব্যবধান দ্বিগুণ করেন তিনি। এরপর ম্যাচে আর কোনো গোল না হলে ২-০ ব্যবধানে জয় নিয়ে মাঠ ছাড়ে মোহামেডান স্পোর্টিং ক্লাব। এ জয়ের ফলে ২ ম্যাচে ৩ পয়েন্ট নিয়ে টেবিলের তৃতীয় স্থানেই রয়েছে ক্রিস্টোফার ইভান্সের শিষ্যরা। শেখ জামাল-বসুন্ধরা কিংস মধ্যকার দিনের অন্য ম্যাচটি ১-১ গোলে ড্র হওয়ায় পয়েন্ট টেবিলের শীর্ষেই অবস্থান করছে বসুন্ধরা কিংস। তাদের সংগ্রহ ৪ পয়েন্ট। সমপরিমাণ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে রয়েছে শেখ জামাল ধানমন্ডি ক্লাব।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App