×

জাতীয়

শ্রীনগরে জেলহত্যা দিবস উপলক্ষে শোক র‌্যালী

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ০৩ নভেম্বর ২০১৮, ০৩:৪৭ পিএম

শ্রীনগরে জেলহত্যা দিবস উপলক্ষে শোক র‌্যালী
শ্রীনগরে জেলহত্যা দিবস উপলক্ষে শোক র‌্যালী ও শোকসভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার বেলা ১১ টায় উপজেলা আওয়ামী লীগ ও সহযোগি সংগঠনের উদ্যোগে এম রহমান কমপ্লেক্স থেকে দিবসটি উপলক্ষে শোক র‌্যালী বের করা হয়। র‌্যালীটি শ্রীনগর বাজার, কলেজ রোডসহ উপজেলার বিভিন্ন রাস্তা প্রদক্ষিণ শেষে শ্রীনগর বাজার পোষ্ট অফিসের সামনে এসে এক সংক্ষিপ্ত শোকসভায় বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হাজী তোফাজ্জল হোসেন, কেন্দ্রীয় যুবলীগের সাংগঠনিক সম্পাদক এমরান হোসেন খান, সদস্য নজরুল ইসলাম, কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক লীগের সহ-সভাপতি গোলাম সারোয়ার খান মামুন, কেন্দ্রীয় আওয়ামী লীগের উপকমিটির বন ও পরিবেশ এবং মুক্তিযুদ্ধ বিষয়ক সদস্য মাকসুদ আলম ডাবলু, উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক শফিকুল ইসলাম মামুন, জেলা যুবলীগের অর্থ বিষয়ক সম্পাদক মসিউর রহমান মামুন, উপজেলা যুবলীগের সভাপতি ফিরোজ আল মামুন, সহ-সভাপতি এসএম মুরাদ, যুগ্ন-সাধারণ সম্পাদক আলাউদ্দিন সিকদার সুমন, সাংগঠনিক সম্পাদক কামরুজ্জামান মৃধা, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক হামিদুল্লাহ খান মুন, কোলাপাড়া ইউনিয়ন যুবলীগের সভাপতি মনসুরুল হাসান কুতুব প্রমুখ। বক্তরা দিবসটি উপলক্ষে গভীর শোক প্রকাশ করে বলেন, ১৯৭৫ সালের ৩ নভেম্বর এই দিনে বাঙলি জাতির ইতিহাসে কলংকময় ও জঘন্যতম অধ্যায়। এই দিনে সৈয়দ নজরুল ইসলাম, তাজউদ্দিন আহমদ, ক্যাপ্টেন এম মনসুর আলী ও আবু হেনা মোহাম্মদ কামরুজ্জামান জাতীয় চার নেতকে যারা কারাগারের নিরাপদ আশ্রয়ে থাকা অবস্থায় বর্বরোচিত এ হত্যাকান্ড পৃথিবীর ইতিহাসে বিরল। আমরা এই হত্যাকান্ডের নিন্দা জানাই। আজ দিবসটি উপলক্ষে গভীর শ্রদ্ধার সাথে তাদের স্মরণ করছি।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App