×

বিনোদন

রবীন্দ্রনাটকের ভিন্ন এক আয়োজন

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ০৩ নভেম্বর ২০১৮, ০৩:০৫ পিএম

রবীন্দ্রনাটকের ভিন্ন এক আয়োজন
বাংলাদেশে রবীন্দ্রনাটকের চর্চা অনেকটাই দিবসকেন্দ্রিক। এমন অভিযোগ করেন কেউ কেউ। তবে এক্ষেত্রে ব্যতিক্রম নাট্যসংগঠন ‘প্রাঙ্গণেমোর’। সারা বছরই রবীন্দ্রনাটকের চর্চা নিয়ে ব্যস্ত থাকে এই নাট্যদলটি। এবার রবীন্দ্রনাথ ঠাকুরের ৫টি নাটক নিয়ে ভিন্ন এক আয়োজন সাজিয়েছে প্রাঙ্গণেমোর। রাজধানীর নাটক সরণীর (বেইলী রোড) মহিলা সমিতির নীলিমা ইব্রাহিম মিলনায়তনে টানা পাঁচদিন প্রাঙ্গণেমোর প্রযোজিত ৫টি রবীন্দ্রনাটক মঞ্চস্থ হচ্ছে। গতকাল ২ নভেম্বর থেকে শুরু হয়ে ৬ নভেম্বর পর্যন্ত প্রতিদিন সন্ধ্যা ৭টায় নাটকগুলো মঞ্চস্থ হচ্ছে। এই আয়োজন উদ্বোধন করেন নাট্যব্যক্তিত্ব সৈয়দ জামিল আহমেদ। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আইডিএলসি ফিন্যান্সের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) আরিফ খান। উদ্বোধন শেষে সন্ধ্যা ৭টায় মঞ্চস্থ হয় ‘শেষের কবিতা’ নাটকটি। এর নাট্যরূপ দিয়েছেন অনন্ত হীরা। নির্দেশনায় রয়েছেন নূনা আফরোজ। এ আয়োজনের দ্বিতীয় দিন, আজ ৩ নভেম্বর মঞ্চস্থ হবে ‘শ্যামাপ্রেম’ নাটকটি। এটি রচনা করেছেন চিত্তরঞ্জন ঘোষ। নির্দেশনা দিয়েছেন অনন্ত হীরা। ৪ নভেম্বর প্রদর্শিত হবে ‘আমি ও রবীন্দ্রনাথ’। নাটকটির রচনা ও নির্দেশনায় রয়েছেন নূনা আফরোজ। ৫ নভেম্বর মঞ্চস্থ হবে ‘রক্তকরবী’। রবীন্দ্রনাথ ঠাকুর রচিত নাটকটির নির্দেশনা দিয়েছেন নূনা আফরোজ। ৬ নভেম্বর প্রদর্শিত হবে ‘চার অধ্যায়’। নাটকটির নির্দেশনায় রয়েছেন নূনা আফরোজ। এই উৎসব নিয়ে প্রাঙ্গণেমোর নাট্যদলের প্রধান অনন্ত হীরা বলেন, প্রাঙ্গণেমোর থিয়েটার নিয়েই সারা বছর সক্রিয় থাকে। আমাদের নাট্যচর্চায় রবীন্দ্রনাথ উল্লেখযোগ্য অংশজুড়ে রয়েছেন। তাই আমাদের দলের ৫টি রবীন্দ্রনাটক নিয়ে এবার এই উৎসব আয়োজন করেছি। আশা করছি দর্শকের ভালো সাড়া পাবো। এই উৎসবে অংশ নেয়া ৫টি নাটকেই অভিনয় করবেন নূনা আফরোজ। নূনা আফরোজ বলেন, রবীন্দ্রনাথ ঠাকুরের পাঁচটি প্রযোজনা আমাদের আছে। তাই ভাবলাম, রবীন্দ্রনাথের নাটক নিয়ে একটা বিশেষ আয়োজন করি না কেন! তা ছাড়া রবীন্দ্রনাথের নাটক বিশেষ দিবসে আটকে থাকবে তা আমরা কখনই মনে করি না। প্রাঙ্গণেমোর থেকে আমরা সারা বছরই রবীন্দ্রনাথের নাটক মঞ্চস্থ করে থাকি। আর তাই তো বিশেষ আয়োজন ‘রবীন্দ্রনাথে পাঁচদিন প্রাঙ্গণেমোর’।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App