×

তথ্যপ্রযুক্তি

মাইক্রোম্যাক্সের প্রথম অ্যান্ড্রয়েড টিভি

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ০৩ নভেম্বর ২০১৮, ০৫:২২ পিএম

মাইক্রোম্যাক্সের প্রথম অ্যান্ড্রয়েড টিভি
ভারতের স্মার্টফোন ব্র্র্যান্ড মাইক্রোম্যাক্স এবার প্রথমবারের মতো অ্যান্ড্রয়েড টিভি বাজারে আনছে। যেটি গুগল দ্বারা স্বীকৃতিপ্রাপ্ত। এই টিভির বিশেষত্ব হলো, এটিতে অ্যান্ড্রয়েডের সর্বশেষ ভার্সন অরিও ব্যবহার করা হয়েছে। আছে, ডলবি সাউন্ড সিস্টেম। জানা যায়, এই টিভি ৪৯ ইঞ্চি ও ৫৫ ইঞ্চি ডিসপ্লে তে পাওয়া যাবে। এবং এটিতে ফোরকে আল্ট্রা এইচডি ভিডিও সাপোর্ট করবে। মাইক্রোম্যাক্সের এই টিভিতে গুগল প্লে স্টোর সাপোর্ট করে। যা দিয়ে গুগলের বিভিন্ন অ্যাপ, গেম, মুভি এবং মিউজিক ডাউনলোড করা যাবে । আরো আছে, কোয়াড কোর প্রসেসর। যেটির মডেল এ৫৩ প্রসেসর। আরো আছে ডিডিআরথ্রি ভার্সন এর ২ জিবি র‌্যাম এবং ১৬ জিবি ইন্টারনাল স্টোরেজ। এছাড়াও এই টিভিতে রয়েছে গুগল অ্যাসিস্ট্যান্ট। যা দ্বারা ভয়েস কন্ট্রোল করে অফ অনসহ যে কোনো কমান্ড দিতে পারবেন। আছে ব্লুটুথ ওয়াইফাই। মাইক্রোম্যাক্স নিজেরাই নিজেদের সাউন্ড টেকনোলজী ডেভলপ করছে। এই টিভি ভারতে তিন মাসের মধ্যে বিভিন্ন দোকানে এবং ই-কমার্স সাইটে পাওয়া যাবে বলে জানিয়েছে মাইক্রোম্যাক্সের কর্মকর্তারা। ৪৯ ইঞ্চি টিভির দাম ভারতীয় মুদ্রায় ৫১ হাজার ৯৯০ রুপি এবং ৫৫ইঞ্চি টিভির দাম ৬১ হাজার ৯৯০ রুপি।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App