×

খেলা

ব্রোঞ্জের ম্যারাডোনা

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ০৩ নভেম্বর ২০১৮, ০১:০৬ পিএম

ব্রোঞ্জের ম্যারাডোনা
আর্জেন্টাইন ফুটবলে দিয়েগো ম্যারাডোনার অবদান অস্বীকার করতে পারবেন না দেশটির জনগণ। শুধু সেদেশেই নয়, এই ফুটবল কিংবদন্তি যুগ যুগ ধরে প্রশংসা পেয়ে যাচ্ছেন পুরো ফুটবল বিশ্বে। ১৯৮৬ সালের বিশ্বকাপে দ্বিতীয় শিরোপা এনে দেন ফুটবল বিশ্বের অন্যতম শক্তিশালী দেশটিকে। এই ফুটবল কিংবদন্তি জন্মদিনে উপহার পাবেন না- এটা কীভাবে সম্ভব? ফুটবলের রাজপুত্রের ৫৮তম জন্মদিনে স্বদেশের মানুষ তাকে দিয়েছে দারুণ এক উপহার। ম্যারাডোনা যে ক্লাবের হয়ে পেশাদার ক্যারিয়ার শুরু করেছিলেন, সেই আর্জেন্টিনোস জুনিয়ার্সের স্টেডিয়ামের বাইরে গড়া হয়েছে তার ব্রোঞ্জের মূর্তি। ৩০ অক্টোবর সেখানে প্রচুর বৃষ্টিপাত হওয়ায় পরের দিন ভাস্কর জর্জ মার্টিনেজের গড়া ৯ ফুট উচ্চতার মূর্তিটি উন্মোচন করা হয়েছে। ১৯৮৬ সালের বিশ্বকাপে কোয়ার্টার ফাইনালে ইংল্যান্ডের বিপক্ষে ‘হ্যান্ড অব গড’ নামে খ্যাত গোলটির ৪ মিনিট পর আরেকটি গোল করেছিলেন ম্যারাডোনা। মাঝমাঠ থেকে বল নিয়ে ৫ ইংলিশ ফুটবলারকে কাটিয়ে করা গোলটি স্বীকৃতি পেয়েছে বিংশ শতকের সেরা গোলের। ভাস্কর মার্টিনেজ ব্রোঞ্জের মূর্তিতে সেই গোলটিকেই তুলে ধরার চেষ্টা করেছেন। আর্জেন্টাইন ফুটবল কিংবদন্তি দিয়েগো ম্যারাডোনা বর্তমানে মেক্সিকোর দ্বিতীয় বিভাগের ক্লাব দোরাদোস ডি সিনালোয়ার কোচের দায়িত্ব পালন করছেন। ২০০৮-২০১০ সালে মেসিদের কোচের দায়িত্বে ছিলেন তিনি। আর্জেন্টিনা জাতীয় দলের জার্সি গায়ে ৯১ ম্যাচে করেছেন ৩৪টি গোল।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App