×

খেলা

পাকিস্তান বধে মরিয়া কিশোররা

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ০৩ নভেম্বর ২০১৮, ০১:০৩ পিএম

পাকিস্তান বধে মরিয়া কিশোররা
নেপালে অনুষ্ঠিত সাফ অনূর্ধ্ব-১৫ চ্যাম্পিয়নশিপের পঞ্চম আসরে এক এক করে মালদ্বীপ, নেপাল এবং শক্তিশালী ভারতকে হারিয়ে ফাইনালে উঠেছে বাংলাদেশের কিশোররা। টুর্নামেন্টের এবারের আসরের শিরোপা জয়ের মধ্য দিয়ে নিজেদের দ্বিতীয় শিরোপা নিশ্চিত করতে পাকিস্তান বধে মরিয়া পারভেজ বাবুর শিষ্যরা। পাকিস্তানের বিপক্ষে শিরোপা নির্ধারণী ফাইনাল ম্যাচে আজ বাংলাদেশ সময় দুপুর ২টা ৪৫ মিনিটে মাঠে নামবে লাল-সবুজের প্রতিনিধিরা। সম্প্রতি বয়সভিত্তিক ফুটবলে দারুণ খেলছে বাংলাদেশের মেয়েরা। পিছিয়ে নেই কিশোররাও। নেপালে অনুষ্ঠিত সাফ অনূর্ধ্ব-১৫ চ্যাম্পিয়নশিপের পঞ্চম আসরে দ্বিতীয়বারের মতো ফাইনালে উঠেছে বাংলাদেশ। আজ পাকিস্তানকে হারাতে পারলে দ্বিতীয়বারের মতো চ্যাম্পিয়ন হওয়ার যোগ্যতা অর্জন করবে লাল-সবুজের প্রতিনিধিরা। গ্রæপ পর্বে নিজেদের প্রথম ম্যাচে মালদ্বীপকে ৯-০ গোলের বড় ব্যবধানে হারিয়েছে পারভেজ বাবুর শিষ্যরা। গ্রুপ সেরা হওয়ার লড়াইয়ে পাত্তা পায়নি স্বাগতিক নেপালও। ১০ জনের দল নিয়েই হিমালয়ের দেশটিকে ২-১ গোলে হারায় বাংলাদেশ। সেমিফাইনালে বাংলাদেশের প্রতিপক্ষ ছিল দুবারের চ্যাম্পিয়ন ভারত। ভারতের বিপক্ষে ১-১ গোলে নির্ধারিত সময়ের খেলা শেষ হলে টাইব্রেকারে ৪-২ গোলে জয় পায় মেহেদী হাসান বাহিনী। এদিকে গ্রুপ পর্বে নিজেদের প্রথম ম্যাচে ভারতকে ২-১ গোলে হারায় পাকিস্তান অনূর্ধ্ব-১৫ দল। দ্বিতীয় ম্যাচে ভুটানকে ৪-০ গোলে হারিয়ে গ্রুপ সেরাও হয় জোস বেতো পোর্তেলার শিষ্যরা। ফাইনালে উঠার লড়াইয়ে স্বাগতিক নেপালকেও হারিয়েছে ৪-০ গোলের বড় ব্যবধানে। এমতাবস্থায় ধারণা করা হচ্ছে বাংলাদেশ-পাকিস্তানের মধ্যকার ফাইনাল ম্যাচটি বেশ প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ হবে। সাফ অনূর্ধ্ব-১৫ চ্যাম্পিয়নশিপের ফাইনালে কাউকেই এগিয়ে রাখা যাচ্ছে না। কেননা, দুদলই একবার করে চ্যাম্পিয়ন হওয়ার যোগ্যতা অর্জন করেছে। এবার দ্বিতীয়বারের মতো ফাইনালে উঠেছে উভয় দল। ২০১১ সালে এই প্রতিযোগিতার প্রথম আসরে শিরোপা জেতে পাকিস্তান। সেবার ভারতকে ২-১ গোলে হারিয়েছিল পাকিস্তান। অন্যদিকে তৃতীয় আসরে ট্রফি নিজেদের করে নিতে সক্ষম হয়েছে লাল-সবুজের প্রতিনিধিরা। ২০১৫ সালে শিরোপা নির্ধারণী ম্যাচে দুবারের চ্যাম্পিয়ন ভারতকে টাইব্রেকারে ৪-২ গোলে পরাজিত করে বাংলাদেশ। আজ ম্যাচ শেষেই বোঝা যাবে কোন দল তাদের দ্বিতীয় শিরোপা নিশ্চিত করবে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App