×

খেলা

কোয়ার্টার ফাইনালে ম্যানসিটি

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ০৩ নভেম্বর ২০১৮, ০১:১৪ পিএম

কোয়ার্টার ফাইনালে ম্যানসিটি
ইংলিশ লিগ কাপের শুক্রবারের ম্যাচে ফুলহ্যামের বিপক্ষে জয় পেয়েছে জায়ান্ট ম্যানচেস্টার সিটি। এদিন ফুলহ্যামকে ২-০ গোলে হারিয়েছে কোচ পেপ গার্দিওলার শিষ্যরা। সিটিজেনদের হয়ে এ ম্যাচে জোড়া গোল করেছেন ক্লাবটির স্প্যানিশ মিডফিল্ডার ব্রাহিম ডিয়াজ। এ জয়ের ফলে ইংলিশ কাপের এবারের মৌসুমে কোয়ার্টার ফাইনালে অংশগ্রহণ নিশ্চিত হলো ম্যানচেস্টার সিটির। অন্যদিকে এদিন স্প্যানিশ কোপা ডেল রের প্রথম রাউন্ডের প্রথম লেগের ম্যাচে রেসিং সানটান্ডারকে ১-০ গোলে হারিয়েছে রিয়াল বেটিস। ম্যাচটিতে রিয়াল বেটিসের হয়ে জয়সূচক একমাত্র গোলটি করেছেন ফরোয়ার্ড সার্জিও লিয়ন। এ জয়ে দ্বিতীয় রাউন্ডের পথে এক ধাপ এগিয়ে গেল রিয়াল বেটিস। নিজেদের মাঠে এদিন ম্যাচের শুরু থেকেই আক্রমণাত্মক ফুটবল খেলতে থাকে গার্দিওলার শিষ্যরা। সাফল্য পেতেও অবশ্য বেশিক্ষণ অপেক্ষা করতে হয়নি তাদের। ম্যাচের ১৮ মিনিটে ম্যানসিটিকে এগিয়ে (১-০) নেন ব্রাহিম ডিয়াজ। প্রথমার্ধে আরো বেশ কয়েকটি গোলের সুযোগ পেয়েও জালে পাঠাতে ব্যর্থ হয় সিটিজেনরা। অন্যদিকে ফুলহ্যামও বেশ কয়েকবার সুযোগ পেয়েছিল সমতায় ফেরার। কিন্তু আক্রমণভাগের খেলোয়াড়দের ব্যর্থতায় কাক্সিক্ষত গোলের দেখা পাওয়া সম্ভব হয়নি সফরকারীদের। ফলে ১-০ গোলে এগিয়ে থেকে বিরতিতে যায় স্বাগতিকরা। দ্বিতীয়ার্ধেও ছন্দময় ফুটবল খেলতে থাকে ম্যানসিটি। এর ফলও পায় তারা। ম্যাচের ৬৫ মিনিটে ব্রাহিম ডিয়াজ নিজের দ্বিতীয় গোল করলে ব্যবধান বাড়ায় (২-০) ইংলিশ প্রিমিয়ার লিগের বর্তমান চ্যাম্পিয়নরা। এ সময় ব্রাজিলিয়ান স্ট্রাইকার গ্যাব্রিয়েল জিসুসের জোরালো শট ফিরে আসে ফুলহ্যামের গোলপোস্টে লেগে। ফিরতি বলে দারুণ শটে গোল করেন ডিয়াজ। এরপর ম্যাচের অবশিষ্ট সময়ে আর কোনো গোল না হলে শেষ পর্যন্ত ২-০ গোলের জয় নিয়ে মাঠ ছাড়ে গার্দিওলার শিষ্যরা।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App