×

বিনোদন

অন্যরকম সঙ্গীত সন্ধ্যা

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ০৩ নভেম্বর ২০১৮, ০২:৫৯ পিএম

অন্যরকম সঙ্গীত সন্ধ্যা
মুহিন এবং ঝিলিক দুজনই দুটি ভিন্ন রিয়েলিটি শোর মাধ্যমে সঙ্গীতশিল্পী হিসেবে বাংলাদেশের সঙ্গীতাঙ্গনে নিজেদের আলোকিত হিসেবে যাত্রা শুরু করেন। নিজেদের গায়কী দিয়ে দুজনই আজ বেশ প্রতিষ্ঠিত। দুজনই বিভিন্ন সময়ে ঢাকা, ঢাকার বাইরে এমনকি দেশের বাইরেও স্টেজ শোতে অংশ নিয়ে তাদের গায়কী দিয়ে দর্শক শ্রোতাদের মুগ্ধ করেছেন। তবে গত বৃহস্পতিবারের সন্ধ্যার শোটি ছিল তাদের জীবনের অন্যরকম এক সঙ্গীত সন্ধ্যা। গত ২০ অক্টোবর অনুষ্ঠিত বিসিএস (কাস্টমস এন্ড ভ্যাট) কার্যনির্বাহী পরিষদ নির্বাচনে ভাইস প্রেসিডেন্ট প্রার্থী হিসেবে নির্বাচিত হন জামাল হোসেন। তার এই সাফল্যে আয়োজিত সেদিনের সঙ্গীত সন্ধ্যার পূর্বে তাকে সেই অনুষ্ঠানে বিশেষভাবে সম্মানিত করা হয়। রাজধানীর পল্টনে একটি রেস্তোরাঁয় জামাল হোসেনকে ঘিরে আয়োজিত সেই অনুষ্ঠানেই সঙ্গীত পরিবেশন করেন মুহিন ও ঝিলিক। অনুষ্ঠানে মুহিন একে একে উপস্থিত আমন্ত্রিত অতিথিদের গেয়ে শোনান জামাল হোসেনের লেখা ‘তুই আমার কত আপন বুঝলিনারে বুঝলিনা’, ‘মরে যাবোরে তোরে ছাড়া’ এবং মুহিনের নিজের লেখা ও সুর করা ‘কলিজায় কলিজায় লাগেরে’ গানটি। অন্যদিকে মুহিনের পরপরই মঞ্চে উঠে সঙ্গীত পরিবেশন করেন ঝিলিক। এদিকে কাল ঝিলিকের জন্মদিন। বাবা মায়ের সঙ্গেই কাটবে তার এবারের জন্মদিন। মন্ত্রিত অতিথিদের গেয়ে শোনান জামাল হোসেনের লেখা ‘তুই আমার কত আপন বুঝলিনারে বুঝলিনা’, ‘মরে যাবোরে তোরে ছাড়া’ এবং মুহিনের নিজের লেখা ও সুর করা ‘কলিজায় কলিজায় লাগেরে’ গানটি। অন্যদিকে মুহিনের পরপরই মঞ্চে উঠে সঙ্গীত পরিবেশন করেন ঝিলিক। এদিকে কাল ঝিলিকের জন্মদিন। বাবা মায়ের সঙ্গেই কাটবে তার এবারের জন্মদিন।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App