×

জাতীয়

যুক্তফ্রন্টের সংলাপ শে‌ষ

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ০২ নভেম্বর ২০১৮, ০৯:৫৯ পিএম

যুক্তফ্রন্ট চেয়ারম্যান ও বিকল্পধারা বাংলাদেশের প্রেসিডেন্ট অধ্যাপক একিউএম বদরুদ্দোজা চৌধুরীর নেতৃত্বে ২১ সদস্যের প্রতিনিধি দলের সাথে আওয়ামী লীগের সংলাপ শেষ হয়েছে।

শুক্রবার সন্ধ্যা ৭টা ৩০ মিনিটে গণভবনে এই সংলাপ শুরু হয়। প্রায় আড়াই ঘন্টার এই সংলাপ শেষ হয় ৯টা ৪০ মিনিটে।

সাবেক রাষ্ট্রপতি অধ্যাপক এ.কিউ.এম বদরুদ্দোজা চৌধুরী নেতৃত্বে সংলাপে অংশ নিয়েছেন- মেজর (অব.) আবদুল মান্নান, শমসের মবিন চৌধুরী, গোলাম সারোয়ার মিলন, আবদুর রউফ মান্নান, ইঞ্জিনিয়ার মুহম্মদ ইউসুফ, মিসেস মাহমুদা চৌধুরী, ব্যারিস্টার ওমর ফারুক, এইচ. এম গোলাম রেজা, নাজিম উদ্দিন আল আজাদ, দেলোয়ার হোসেন, জেবেল রহমান গানি, গোলাম মোস্তফা ভুইয়া, আলহাজ্ব খোন্দকার গোলাম মোর্ত্তুজা, শেখ আসাদুজ্জামান, মাহবুব আলী- সহ সভাপতি বিকল্পধারা বাংলাদেশ, মাহবুবুর রহমান জয় চৌধুরী, দীলিপ কুমার দাস, হামদুল্লাহ আল মেহেদী, মজহারুল হক শাহ্ চৌধুরী, মো. মাযহারুল হোসেইন ঈসা।

সংলাপের পর যুক্তফ্রন্টের নেতারা রাত ১১টার দিকে বি. চৌধুরীর বারিধারাস্থ বাসভবনে সংবাদ সম্মেলন কারার কথা রয়েছে।

এর আগে গতকাল বৃহস্পতিবার আগামী নির্বাচন নিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বাধীন ১৪ দলীয় জোটের নেতাদের সাথে প্রায় সাড়ে তিন ঘণ্টাব্যাপী দীর্ঘ সংলাপে অংশ নেন ড. কামাল হোসেন নেতৃত্বাধীন জাতীয় ঐক্যফ্রন্ট।

গত মঙ্গলবার বিকল্পধারা বাংলাদেশের সভাপতি এ কিউ এম বদরুদ্দোজা চৌধুরী তাঁর দলের সঙ্গে সংলাপে বসতে শেখ হাসিনাকে চিঠি পাঠান। পরে প্রধানমন্ত্রী গণভবনে সংলাপের জন্য বি. চৌধুরীকে আমন্ত্রণ জানান।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App