×

জাতীয়

বিশ্বনাথে শতভাগ বিদ্যুতায়নের উদ্বোধন 

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ০২ নভেম্বর ২০১৮, ০১:১৬ পিএম

বিশ্বনাথে শতভাগ বিদ্যুতায়নের উদ্বোধন 
ভিডিও কনফারেন্সের মাধ্যমে দেশের বিভিন্ন জেলার ১০৬টি উপজেলার সাথে সিলেটের বিশ্বনাথ উপজেলারও শতভাগ বিদ্যুতায়ন কার্যক্রমের উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বৃহস্পতিবার সকালে গণভবন থেকে তিনি দেশের বিভিন্ন অঞ্চলের কয়েক শতাধিক উন্নয়নমূলক কর্মকান্ডের ভিত্তিপ্রস্তর স্থাপন ও উদ্বোধন করেন। শতভাগ বিদ্যুতায়ন কার্যক্রমের উদ্বোধন উপলক্ষে সিলেট পল্লী বিদ্যুৎ সমিতি-১ বিশ্বনাথ জোনাল অফিসের উদ্যোগে নানান অনুষ্ঠানের আয়োজন করা হয়। প্রধানমন্ত্রীর উদ্বোধন শেষে এক বর্ণাঢ্য আনন্দ র‌্যালী অনুষ্ঠিত হয়। বিকেলে অনুষ্ঠিত হয় মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান। শতভাগ বিদ্যুতায়ন কার্যক্রমের উদ্বোধনের সময় ও র‌্যালীতে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা অমিতাভ পরাগ তালুকদার, থানার ওসি শামসুদ্দোহা পিপিএম, সিলেট পল্লী বিদ্যুৎ সমিতি-১ বিশ্বনাথ জোনাল অফিসের ডিজিএম সামিউল কবির, এজিএম নাজমুল হাসান, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আবদুর রহমান, উপজেলা প্রকৌশলী আনোয়ার হোসেন, কৃষি কর্মকর্তা রমজান আলী, বিআরডিবি কর্মকর্তা শাহ আলম তালুকদার, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা শফিক উদ্দিন আহমদ, জনস্বাস্থ্য উপ-সহকারী সঞ্জিত সরকার, সাব-রেজিষ্ট্রার কার্যালয়ের কর্মকর্তা করুনা বৈদ্য, উপজেলা হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান ঐক্য পরিষদের সাধারণ সম্পাদক সমরেন্দ্র বৈদ্য, বিশ্বনাথ সদর ইউনিয়নের প্যানেল চেয়ারম্যান-১ রফিক হাসান, অলংকারী ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আরশ আলী, বিশ্বনাথ ব্যাংকার্স ক্লাবের সাধারণ সম্পাদক মতিউর রহমান, বিশ্বনাথ প্রেস ক্লাবের সভাপতি কাজী মুহাম্মদ জামাল উদ্দিন, সাধারণ সম্পাদক প্রনঞ্জয় বৈদ্য অপু, যুগ্ম সম্পাদক এমদাদুর রহমান মিলাদ, কোষাধ্যক্ষ মোহাম্মদ আলী শিপন, বিশ্বনাথ সাংবাদিক ইউনিয়নের সভাপতি সাইফুল ইসলাম বেগ, প্রেস ক্লাব সদস্য অসিত রঞ্জন দেব, নূর উদ্দিন, সাংবাদিক আশিক আলী, রোহেল উদ্দিন, কামাল মুন্না, নবীন সুহেল, মিছবাহ উদ্দিন, আবদুস ছালাম, শফিকুল ইসলাম সফিক প্রমুখ।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App