×

আন্তর্জাতিক

নির্বাচনে চীন-রাশিয়ার হস্তক্ষেপের আশঙ্কা ট্রাম্পের

Icon

কাগজ অনলাইন প্রতিবেদক

প্রকাশ: ০২ নভেম্বর ২০১৮, ০৬:১০ পিএম

নির্বাচনে চীন-রাশিয়ার হস্তক্ষেপের আশঙ্কা ট্রাম্পের
আগামী ৬ নভেম্বর মার্কিন যুক্তরাষ্ট্রে অত্যন্ত গুরুত্বপূর্ণ মধ্যবর্তী নির্বাচন। চীন, রাশিয়া এবং ইরানের তরফ থেকে এই নির্বাচনকে প্রভাবিত করার চেষ্টা ও প্রচার শুরু হয়ে গেছে বলে আশঙ্কা প্রকাশ করেছে মার্কিন গোয়েন্দা সংস্থাগুলি। যদিও যুক্তরাষ্ট্রও হুঁশিয়ারি দিয়েছে, নির্বাচনকে প্রভাবিত করতে চাইলে তার কড়া ও দ্রুত প্রত্যাঘাত করবে। এই নির্বাচনে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও তার দল রিপাবলিকান পার্টি খুব একটা স্বস্তিতে নেই। তার উপর একটি বর্ণবিদ্বেষমূলক বিজ্ঞাপন নিয়ে নিজের মতামত জানিয়েছেন ট্রাম্প। যা নিয়ে আমেরিকায় তীব্র হইচই চলছে। ৬ নভেম্বরের মধ্যবর্তী নির্বাচনে হাউস অফ রিপ্রেজেন্টেটিভস এর ৪৩৫টি এবং মার্কিন কংগ্রেসের ১০০টির মধ্যে ৩৫টি সেনেট আসনের ফয়সালা হবে। যা ট্রাম্পের ভবিষ্যৎ নির্ধারণে গুরুত্বপূর্ণ ভূমিকা নিতে পারে বলে অনেকে মনে করছেন। গত প্রেসিডেন্ট নির্বাচনেও রুশ হস্তক্ষেপের অভিযোগ নিয়ে ঝামেলা হয়েছিল। সে বিষয়ে এখনও এফবিআই তদন্ত চালাচ্ছে। মার্কিন গোয়েন্দাদের দাবি, দেশের গণতন্ত্রের পক্ষে নির্বাচনে বিদেশি হস্তক্ষেপের চেষ্টা সবচেয়ে বড় বিপদ। জনগণের মত ও সরকারি নীতিকে প্রভাবিত করতে চীন, রাশিয়া ও ইরান নানা ধরনের চেষ্টা করছে বলে তাদের কাছে খবর রয়েছে। এমন ব্যক্তি ও সংস্থাকে চিহ্নিত করে কড়া ব্যবস্থার হুঁশিয়ারি দিয়েছে ট্রাম্প প্রশাসন। ইতিমধ্যেই নানা ব্যবস্থাও নেওয়া হয়েছে। চলতি বছরের গোড়ায় এই ধরণের নির্বাচনী হস্তক্ষেপে জড়িতদের বিরুদ্ধে নিষেধাজ্ঞা জারি হবে বলে প্রশাসনিক নির্দেশ জারি করেছিলেন ট্রাম্প। মার্কিন প্রেসিডেন্টের অভিযোগ, ‘‌বিভিন্ন দুর্ঘটনাকে সমাজের মধ্যে বিভাজন ও জনতার ক্ষোভের প্রকাশ বলে ভুয়ো সংবাদ পরিবেশন করছে অতি বামপন্থী সংবাদমাধ্যম।’‌ তারা দেশের শত্রু বলেও ট্রাম্প মন্তব্য করেছেন।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App