×

আন্তর্জাতিক

ইসরায়েলি প্রতিনিধিদের সঙ্গে সৌদি প্রিন্সের বৈঠক

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ০২ নভেম্বর ২০১৮, ০৬:৪৭ পিএম

ইসরায়েলি প্রতিনিধিদের সঙ্গে সৌদি প্রিন্সের বৈঠক
ইসরায়েলের পক্ষে কাজ করা একটি প্রতিনিধিদলের সঙ্গে সাক্ষাৎ করেছেন সৌদি আরবের ক্রাউন প্রিন্স মুহাম্মাদ বিন সালমান। জামাল খাশোগি হত্যা ইস্যুতে চাপের মধ্যেই ইসরায়েলি প্রতিনিধিদের সঙ্গে বৈঠক করলেন এমবিএস। যুক্তরাষ্ট্রের প্রতিনিধি হিসেবে সৌদি সফর করলেও প্রতিটি ক্ষেত্রে ইসরায়েলকে তুলে ধরে এই প্রতিনিধি দলের সদস্যরা। প্রতিনিধিদলটি সৌদি পররাষ্ট্রমন্ত্রী আদেল আল-জুবায়ের এবং সৌদি শিক্ষা ও ধর্মবিষয়ক মন্ত্রীর সঙ্গে আলাদা বৈঠক করেন। ইসরায়েলি গণমাধ্যম জানিয়েছে, রিয়াদ ও তেল আবিবের মধ্যে সম্পর্ক বেড়ে চলার ভেতরেই গতকাল বৃহস্পতিবার বিন সালমানের সঙ্গে খ্রিস্টান প্রতিনিধিদলটি সাক্ষাৎ করে। এ দলে যেসব ব্যক্তি ছিলেন তার অন্যতম হচ্ছেন- আমেরিকান-ইসরায়েলি লেখক ও ইসরায়েলপন্থি স্বেচ্ছাসেবী সংস্থা জাশুয়া’র পরিচালক জোয়েল সি. রোজেনবার্গ এবং বায়তুল মুকাদ্দাসে ফ্রেন্ড অব যায়ন মিউজিয়ামের প্রতিষ্ঠাতা মাইক ইভান। বৈঠকে দু পক্ষ ইসরায়েল, ফিলিস্তিন ও আমেরিকার সঙ্গে সৌদি আরবের সম্পর্ক নিয়ে বিস্তারিত আলোচনা করেন। বৈঠকের পর প্রতিনিধিদল এক বিবৃতিতে বলেছে, ‘দুই মাস আগে সৌদি যুবরাজ আমাদেরকে রিয়াদ সফরের আমন্ত্রণ জানানোর জন্য আমরা সন্তুষ্টি প্রকাশ করছি। কোনো প্রশ্ন ছাড়াই বলা যায় যে, এ মুহূর্তে মধ্যপ্রাচ্যে চমৎকার কিছু পরিবর্তন আসছে। এছাড়া, আরবদের গুরুত্বপূর্ণ নেতাদের সঙ্গে সাক্ষাৎ ও সরাসরি প্রশ্ন করার সুযোগ দেয়ার জন্য আমরা কৃতজ্ঞতা প্রকাশ করছি।’

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App