×

জাতীয়

রাজনীতিতে গুণগত পরিবর্তন আনতে হবে

Icon

কাগজ অনলাইন প্রতিবেদক

প্রকাশ: ০১ নভেম্বর ২০১৮, ০৯:৩৭ পিএম

রাজনীতিতে গুণগত পরিবর্তন আনতে হবে
জাতীয় পার্টির কো-চেয়ারম্যান জি এম কাদের বলেছেন, এখন রাজনীতিতে কালো টাকার খেলা চলছে। রাজনীতিকে অনেকেই ব্যবসা মনে করে কালো টাকা বিনিয়োগ করে। তারা জনপ্রতিনিধি নির্বাচিত হয়ে দেশের মানুষের কথা মনে রাখে না। তাই রাজনীতিতে গুণগত পরিবর্তন আনতে হবে। ১ নভেম্বর জাতীয় যুব দিবস উপলক্ষে বৃহস্পতিবার দুপুরে কাকরাইলে দলের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে জাতীয় যুব সংহতির যুবসমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। জি এম কাদের বলেন, রাজনীতিতে গুণগত পরিবর্তন আনতে আদর্শবান যুবসমাজের বিকল্প নেই। যুবসমাজই একটি আধুনিক, উন্নত এবং সমৃদ্ধশালী নতুন বাংলাদেশ গড়তে পারে। তারাই দেশ থেকে অস্ত্রের ঝনঝনানি ও সন্ত্রাস দূর করবে, প্রতিষ্ঠা করবে আইনের শাসন। তিনি বলেন, দেশে বেকারত্বের সংখ্যা দিনদিন বাড়ছে। যুবকরা বেকার হয়ে সংসারের বোঝা হচ্ছে। হতাশাগ্রস্ত থেকে নেশাগ্রস্ত হচ্ছে। হতাশ হয়ে তারা নানা অপরাধের সাথে জড়িয়ে পড়ছে। কর্মসংস্থানের সুযোগ ক্রমেই কমছে। কর্মসংস্থানের জন্য এরশাদকেই দরকার। জাতীয় পার্টি ক্ষমতায় গেলে দেশের সাড়ে ৪ কোটি বেকারের কর্মসংস্থানের ব্যবস্থা করে দেশ থেকে মাদক নির্মূল করবে। দেশের স্বাস্থ্যসেবা নিশ্চিত করবে। তিনি আগামী নির্বাচনে জাতীয় পার্টির ভ্যানগার্ড হিসেবে সক্রিয় ভূমিকা রাখার জন্য যুব সংহতির নেতাকর্মীদের প্রতি আহ্বান জানান। এর আগে জাতীয় যুব দিবস উপলক্ষে কাকরাইলের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে থেকে জাতীয় যুব সংহতির বর্ণাঢ্য র‌্যালি বের করা হয়। র‌্যালিটি রাজধানীর গুরত্বপূর্ণ সড়কগুলো প্রদক্ষিণ করে। জাতীয় যুব সংহতির কেন্দ্রীয় কমিটির সভাপতি আলমগীর সিকদার লোটনের সভাপতিত্বে যুব সংহতির কেন্দ্রীয় সাধারণ সম্পাদক ফখরুল আহসান শাহজাদার সঞ্চালনায় সমাবেশে বক্তব্য রাখেন- জাতীয় পার্টির ভাইস চেয়ারম্যান অধ্যাপক ইকবাল হোসেন রাজু, জহিরুল ইসলাম জহির, যুগ্ম মহাসচিব গোলাম মোহাম্মদ রাজু, শেখ আলমগীর হোসেন, জহিরুল আলম রুবেল, সাংগঠনিক সম্পাদক আমির উদ্দিন আহমেদ ডালু, বাবু নির্মল দাস প্রমুখ। উপস্থিত ছিলেন পার্টির কেন্দ্রীয় নেতা- সুলতান মাহমুদ, মো. হেলাল উদ্দিন, এম এ রাজ্জাক খান, ডা. সেলিমা খান, মাহমুদ রহমান মুন্নি, আহাদ ইউ চৌধুরী শাহিন, অ্যাডভোকেট সাহিদা রহমান রিংকু, মুহাম্মদ মাসুদ চৌধুরী, মাহমুদ আলম, আব্দুস সাত্তার গালিব, আমান উল্লাহ আমান, অ্যাডভোকেট আবু তৈয়ব, আহমদে রিয়াজ, মিনি খান, রিতু নুর, মোমেনা বেগম, মন্টি চৌধুরী, আবু সাদেক বাদল, সাইফুল ইসলাম, কাজী শাহিন, এম এ হান্নান, শফিকুল ইসলাম দুলাল, শেখ দ্বীন ইসলাম শেখ, নজরুল ইসলাম, যুবনেতা কবির আহমেদ, শেখ সারোওয়ার, হেলাল খান, ডা. আবুল কাশেম, শহিদ হোসেন সেন্টু, মিয়া আলমগীর, আবুল কালাম আজাদ টুলু, এম এম আলমগীর, আলহাজ গাজী মির্জা ইকবাল, রফিকুল ইসলাম, আরিফুল ইসলাম রুবেল, মোতাহার হোসেন চৌধুরী, মো. কামাল হোসেন, মো. টিপু মুন্সি, জহির হোসেন, জিয়াউর রহমান বিপুল, হাবিবুর রহমান, মোহাম্মদ উল্লাহ, জারা আলী, শাহিন আলম, মীর বাছেদ, মো. আলী হোসেন, নয়ন চন্দ্র পাল, মোর্শেদ হাসান, শাহাদাত হোসেন, শামীম, মো. মিলন প্রমুখ।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App