×

খেলা

দ্বিতীয় ওয়ানডেতে জয় পেল বাংলাদেশি যুবারা

Icon

কাগজ অনলাইন প্রতিবেদক

প্রকাশ: ০১ নভেম্বর ২০১৮, ১০:১১ পিএম

দ্বিতীয় ওয়ানডেতে জয় পেল বাংলাদেশি যুবারা
শ্রীলঙ্কান যুবাদের বিপক্ষে বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দলের প্রথম ওয়ানডে ম্যাচটি বৃষ্টির কারণে পরিত্যক্ত হয়েছিল। তবে দ্বিতীয় ওয়ানডেতে আজ বৃষ্টিবিঘ্নিত ম্যাচে ডিএল পদ্ধতিতে জয় পেয়েছে বাংলাদেশি যুবারা। ঘরের মাঠে আগে ব্যাট করতে নেমে বৃষ্টির কারণে ৪৩ ওভারে ৯ উইকেটে ১৯২ রান করেছিল শ্রীলঙ্কা অনূর্ধ্ব-১৯ দল। জবাবে ২০.৪ ওভারে ৪ উইকেটে বাংলাদেশ ইনিংসের ১০১ রানের সময় আবারো বৃষ্টি শুরু হয়। এরপর ডিএল মেথডে ৮ রানে জয়ী ঘোষণা করা হয় বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দলকে। আগে ব্যাট করতে নেমে লঙ্কান যুবাদের হয়ে সর্বোচ্চ ৮৩ রানের ইনিংসটি খেলেন নাভোদ দিনুসিরিপারানাভিথানা। ১২৪ বলে ৭টি চারে এ ইনিংসটি খেলেন স্বাগতিক দলের এ ওপেনার। দ্বিতীয় সর্বোচ্চ ৪৩ রান করেন অভিষকা থারিন্দু। এছাড়া নিপুন ধনঞ্জয়া ২৩, মোহাম্মদ শামাজ ১২ রান করেন। বল হাতে বাংলাদেশের হয়ে ৪৩ রানে সর্বোচ্চ ৪টি উইকেট নেন শাহীন আলম। ৩টি উইকেট নেন মোহাম্মদ শরীফুল ইসলাম। এছাড়া ২টি উইকেট পান মোহাম্মদ মৃত্যুঞ্জয় চৌধুরী। জবাবে ব্যাটিংয়ে নেমে বাংলাদেশি যুবারা দলীয় ৪৩ রানে ৪ উইকেট হারালেও এরপর প্রতিরোধ গড়ে তোলেন শামীম পাটোয়ারী ও আকবর আলী। ৩০ রান নিয়ে অপরাজিত ছিলেন আকবর আলী। তার সঙ্গে ২৭ রানে অপরাজিত ছিলেন শামীম পাটোয়ারী। ডিএল মেথডে বাংলাদেশকে জয়ী ঘোষণা করার আগে লঙ্কান যুবাদের হয়ে ‍২টি করে উইকেট পান অশেন দানিয়েল ও নাভোদ দিনুসিরিপারানাভিথানা

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App