×

আন্তর্জাতিক

রুশ নিরাপত্তা বাহিনীর ভবনে বিস্ফোরণ, নিহত ১

Icon

কাগজ অনলাইন প্রতিবেদক

প্রকাশ: ৩১ অক্টোবর ২০১৮, ০৬:৩৪ পিএম

রুশ নিরাপত্তা বাহিনীর ভবনে বিস্ফোরণ, নিহত ১
রাশিয়ার উত্তর-পশ্চিমাঞ্চলের শহর আরখানগেলস্কে ফেডারেল সিকিউরিটি সার্ভিসের(এফএসবি) একটি কার্যালয়ে বিস্ফোরণে ১৭ বছর বয়সী এক কিশোর নিহত হয়েছেন। নিহত কিশোরই হামলা চালিয়েছে বলে প্রাথমিক তদন্তে উঠে এসেছে। বিবিসি জানায়, বুধবার স্থানীয় সময় সকাল ৯টার দিকে ভবনের ভেতরে এ বিস্ফোরণের ঘটনা ঘটে। এতে এফএসবি’র তিন কর্মী আহত হয়েছেন। ঘটনার পর পর সিসিটিভিতে ধারণা করা একটি ছবি সোশ্যালি মিডিয়াতে প্রকাশ পেয়েছে। সেখানে বলা আছে, বিস্ফোরণে কিছুক্ষণ পূর্বেই তাকে পাঠানো হয়েছে। নৈরাজ্যবাদীদের চ্যাট গ্রুপে প্রকাশিত এই ছবির সত্যতা যাচাই করা সম্ভব হয়নি। যিনি ছবিটি পোস্ট করেছেন তিনি নিজেকে অরাজক-কমিউনিস্ট পরিচয় দিয়ে দাবি করেছেন, এফএসবি ‘মামলা নিয়ে অতিরঞ্জিত করছে এবং মানুষদের নির্যাতন করছে’। রাশিয়ার সন্ত্রাস প্রতিরোধী কমিটি জানায়, প্রাথমিক তদন্তে পাওয়া গেছে, ১৭ বছর বয়সী সন্দেহভাজন কিশোর স্থানীয় বাসিন্দা। তিনি ভবনের ভেতরে যান এবং তার ব্যাগ থেকে ‘অজ্ঞাত বিস্ফোরক পদার্থ’ বের করে এনে তার হাতেই বিস্ফোরণ ঘটান। বিস্ফোরণের এই ঘটনাকে সন্ত্রাসী ঘটনা বলে আখ্যা দেয়া হচ্ছে। গভর্নর ইগর অর্লভ জানান, আরখাজেলস্কের স্থানীয় কর্তৃপক্ষ সব সরকারি ভবনে নিরাপত্তা জোরদার করেছে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App