×

খেলা

ফুরফুরে মেজাজে কিশোররা

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ৩১ অক্টোবর ২০১৮, ০৪:১৪ পিএম

ফুরফুরে মেজাজে কিশোররা
সাফ অনূর্ধ্ব-১৫ ফুটবল চ্যাম্পিয়নশিপের গ্রুপ পর্বের প্রতিটি ম্যাচ জিতে চ্যাম্পিয়ন হয়েই সেরা চারে উঠেছে বাংলাদেশের কিশোররা। পরপর দুটি ম্যাচে জয় পাওয়ার পর বেশ ফুরফুরে মেজাজে রয়েছে পারভেজ বাবুর শিষ্যরা। গতকাল দুপুরের লাঞ্চের আগে তারা নেপালের বোটানিক্যাল গার্ডেনে ঘুরতে যায়। বাংলাদেশ দলের কোচ পারভেজ বাবু মনে করেন খেলার পাশাপাশি তাদের মনের আনন্দেরও প্রয়োজন আছে। আর তাই একদিন অবসর সময় কাটাতে দেয়া হয়েছে কিশোরদের। ফাইনালে উঠার লড়াইয়ে আগামীকাল ভারতের মোকাবেলা করবে মেহেদী হাসান বাহিনী। কাল টুর্নামেন্টের প্রথম সেমিফাইনাল ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সকাল ১০টা ৩০ মিনিটে। গ্রুপ পর্বে নিজেদের প্রথম ম্যাচে মালদ্বীপকে ৯-০ গোলের বিশাল ব্যবধানে হারানোর পর এক ম্যাচ হাতে রেখেই সেমিফাইনাল নিশ্চিত করেছিল বাংলাদেশ অনূর্ধ্ব-১৫ ফুটবল দল। গ্রুপ চ্যাম্পিয়ন হওয়ার লড়াইয়ে লাল-সবুজের প্রতিনিধিদের প্রতিপক্ষ ছিল স্বাগতিক নেপাল। কিন্তু মেহেদীরা ১০ জনের দলে পরিণত হলেও জিততে পারেনি হিমালয়ের দেশটির কিশোররা। ওই ম্যাচে ২-১ গোলের জয় নিয়ে গ্রুপ চ্যাম্পিয়ন হয় পারভেজ বাবুর শিষ্যরা।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App