×

জাতীয়

কোন্দলে বেকায়দায় আওয়ামী লীগ, জামায়াত নিয়ে অস্বস্তিতে বিএনপি

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ৩১ অক্টোবর ২০১৮, ০৫:০৬ পিএম

কোন্দলে বেকায়দায় আওয়ামী লীগ, জামায়াত নিয়ে অস্বস্তিতে বিএনপি
দেশের সর্ব দক্ষিণ-পূর্বাঞ্চলের জেলা কক্সবাজারে বইছে নির্বাচনী হাওয়া। এ জেলায় আওয়ামী লীগ ও বিএনপির পাশাপাশি জামায়াতও নির্বাচনী তৎপরতা চালাচ্ছে। উপদলীয় কোন্দলে বেকায়দায় পড়তে পারে আওয়ামী লীগ। আর সম্প্রতি নিবন্ধন বাতিল হওয়া ২০ দলীয় জোটের শরিক জামায়াতে ইসলামীকে নিয়ে অস্বস্তিতে রয়েছে বিএনপি। অন্যদিকে এ জেলায় পিছিয়ে আছে জাতীয় পার্টি। কক্সবাজার-১ (চকরিয়া-পেকুয়া) : এ আসনে তিনভাবে বিভক্ত আওয়ামী লীগ পৃথক পৃথকভাবে দলীয় কর্মসূচি পালন করে। বর্তমানে কেউ কাউকে ছাড় দিতে নারাজ। এই কোন্দল নিরসন না হলে নির্বাচনে নেতিবাচক প্রভাব পড়বে। এ আসন থেকে আওয়ামী লীগের দলীয় মনোনয়ন লাভের চেষ্টা করছেন চকরিয়া উপজেলা চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি জাফর আলম, জেলা আওয়ামী লীগের মানবসম্পদবিষয়ক সম্পাদক ড. আশরাফুল ইসলাম সজিব, জেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক সালাউদ্দিন আহমদ সিআইপি ও জেলা আওয়ামী লীগ সদস্য রাশেদুল ইসলাম। জাতীয় পার্টির কেন্দ্রীয় নেতা বর্তমান সাংসদ আলহাজ মোহাম্মদ ইলিয়াছ এবারো মহাজোটের প্রার্থী হতে চান। এখানে বিএনপির প্রার্থী সাবেক এমপি সালাহউদ্দিন আহমেদ আইনগত জটিলতায় নির্বাচনে প্রার্থী হতে না পারলে তার স্ত্রী হাসিনা আহমেদ প্রার্থী হতে পারেন। কক্সবাজার-২ (মহেশখালী-কুতুবদিয়া) আসনে বর্তমান সাংসদ আশেক উল্লাহ রফিকের পাশপাশি দলীয় মনোনয়ন লাভের চেষ্টা করছেন জেলা আওয়ামী লীগের সভাপতি এড. সিরাজুল মোস্তফা, জেলা আওয়ামী লীগ নেতা ড. আনছারুল করিম ও ছাত্রলীগের সাবেক কেন্দ্রীয় সহসভাপতি ওসমান গণি। এ আসনে বিএনপিতে রয়েছে দীর্ঘদিনের দলীয় কোন্দল। এখানে দলীয় মনোনয়ন প্রত্যাশা করছেন সাবেক সাংসদ আলহাজ আলমগীর মুহাম্মদ মাহফুজ উল্লাহ ফরিদ। দলীয় কোন্দল মিটাতে পারলে এখানে তিনিই বিএনপির একমাত্র প্রার্থী। জামায়াতের নিবন্ধন বাতিল হয়ে যাওয়ায় দলীয় ব্যানারে প্রার্থী হতে না পারলেও নীরবে কাজ করছে দলটির কর্মীরা। কক্সবাজার-৩ (কক্সবাজার সদর ও রামু উপজেলা) আসনটি বরাবরই পরিচিত একটি মর্যাদার আসন হিসেবে। আওয়ামী লীগ ও বিএনপি দুই দলেরই প্রভাব রয়েছে এই আসনে। গত নির্বাচনে এ আসনে বিনা প্রতিদ্বদ্বতায় নির্বাচিত হন আওয়ামী লীগ প্রার্থী সাইমুম সরওয়ার কমল। এবার এ আসনে কমলের পাশাপাশি দলীয় মনোনয়ন লাভের প্রতিযোগিতায় রয়েছেন তার বড় ভাই রামু উপজেলা আওয়ামী লীগের সভাপতি সোহেল সরওয়ার কাজল এবং কনিষ্ঠ বোন জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক নাজনিন সরওয়ার কাবেরী। এদের পাশাপাশি মনোনয়ন প্রত্যাশী রয়েছেন জেলা মহিলা আওয়ামী লীগের সভাপতি কানিজ ফাতেমা আহমদ ও জেলা ছাত্রলীগের সভাপতি ইশতিয়াক আহমদ জয়।আসনে বিএনপির একক প্রার্থী দলটির কেন্দ্রীয় মৎস্যজীবীবিষয়ক সম্পাদক লুৎফুর রহমান কাজল। তবে তার জন্য বাধা হয়ে দাঁড়াতে পারে জামায়াত। কক্সবাজার-৪ (উখিয়া-টেকনাফ) আসনে সাংসদের বিরুদ্ধেই আওয়ামী লীগের অবস্থান। তবে বিএনপি ও জামায়াতের কোনো কোন্দল নেই। কক্সবাজার জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মুজিবুর রহমান জানিয়েছেন, নির্বাচনে প্রভাব পড়তে পারে এমন কোন্দল নেই। এ আসনে বর্তমান সাংসদ আব্দুর রহমান বদির পাশাপাশি আওয়ামী লীগের মনোনয়ন দৌড়ে রয়েছেন সাবেক সাংসদ ও টেকনাফ উপজেলা আওয়ামী লীগের সভাপতি অধ্যাপক মোহাম্মদ আলী, জেলা পরিষদ সদস্য ও সাবেক উপজেলা চেয়ারম্যান শফিক মিয়া, জেলা আওয়ামী লীগের সহসভাপতি রাজা শাহ আলম চৌধুরী, উখিয়া উপজেলা আওয়ামী লীগের সভাপতি হামিদুল হক চৌধুরী, শিল্পপতি মোহাম্মদ ইয়াহিয়া ও সিনিয়র সাংবাদিক তোফায়েল আহম্মদ।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App