×

খেলা

নেপালকে হারাল কিশোররা

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ৩০ অক্টোবর ২০১৮, ০৪:৪২ পিএম

নেপালকে হারাল কিশোররা
সাফ অনূর্ধ্ব-১৫ ফুটবলে আগেই সেমিফাইনাল নিশ্চিত করেছিল বাংলাদেশের কিশোররা। গতকাল গ্রুপসেরা হওয়ার লড়াইয়ে নেপালকে ২-১ গোলে হারিয়ে ‘এ’ গ্রুপ সেরা হয়েছে মোস্তফা আনোয়ার পারভেজের শিষ্যরা। গতকাল সোমবার কাঠমান্ডুর আনফা কমপ্লেক্স মাঠে স্বাগতিক নেপালকে হারাতে বেগ পেতে হয়নি লাল-সবুজের প্রতিনিধিদের। ফাইনালে উঠার লড়াইয়ে ভারতের মুখোমুখি হবে বাংলাদেশ। ‘বি’ গ্রুপের রানার্সআপ হয়ে সেমিফাইনালে উঠেছে ভারত। অন্য সেমিফাইনালে পাকিস্তান খেলবে নেপালের বিপক্ষে। দুটি সেমিফাইনালই হবে আগামী বৃহস্পতিবার। ‘এ’ গ্রুপে থাকা বাংলাদেশ-নেপাল দুদলই নিজেদের প্রথম ম্যাচ জিতে সেমিফাইনাল নিশ্চিত করেছিল। নেপাল ৪-০ গোলে হারিয়েছিল মালদ্বীপকে। অন্যদিকে শনিবার অনূর্ধ্ব ১৫ সাফ ফুটবলে নিজেদের প্রথম ম্যাচে মালদ্বীপকে ৯-০ গোলে উড়িয়ে দিয়ে শুভ সূচনা করে বাংলাদেশ। সে ম্যাচে বাংলাদেশের মিডফিল্ডার নাজমুল আহমেদ শাকিল মাথায় মারাত্মক আঘাত পান। দুটি সেলাই দিতে হয় তার মাথায়। কিন্তু এই দলটির সঙ্গে কোনো চিকিৎসক বা ফিজিওই পাঠানো হয়নি। ৩২ জনের দলে (২৩ ফুটবলারসহ) বাকি নয়জনের মধ্যে ম্যানেজার আছেন, তার সঙ্গে আছেন একজন দলনেতা এবং দলনেতার সঙ্গে আছেন একজন সহকারীও। অথচ খেলোয়াড়দের সুরক্ষার জন্য অত্যাবশ্যক একজন ফিজিও। তবুও একজন চিকিৎসক পাঠানোরও প্রয়োজনীয়তা বোধ করেনি বাফুফে। দেশ ছাড়ার আগে ফিজিও না থাকার যুক্তি দিয়েছিলেন বাফুফে সাধারণ সম্পাদক আবু নাঈম সোহাগ। তিনি বলেছিলেন, কোচের সঙ্গে আলোচনা করেই সিদ্ধান্ত নেয়া হয়েছে। মিডিয়া ম্যানেজার পাঠাতে গিয়ে বাদ দেয়া হয়েছে ফিজিওকে। সাধারণ সম্পাদকের পাশে বসে নিজের যুক্তি শুনিয়েছিলেন বাফুফের বেতনভুক্ত কোচ মোস্তফা আনোয়ার পারভেজ, আমরা টুর্নামেন্টের চিকিৎসক দিয়ে কাজ চালাতে পারব। তা ছাড়া ক্রীড়াবিজ্ঞান সম্পর্কেও ধারণা রয়েছে আমাদের।এই চোটকে সঙ্গী করেই স্বাগতিকদের বিপক্ষে গ্রুপসেরা হওয়ার লড়াইয়ে নামে বাংলাদেশের কিশোররা। গ্রুপের শেষ ম্যাচে ১০ জন নিয়ে খেলেও মেহেদী-উচ্ছ্বাসদের দল ২-১ গোলে স্বাগতিকদের হারিয়েছে। উল্লেখ্য, গত বছর এই নেপালের কাছেই ৪-২ গোলে হেরে সেমিফাইনাল থেকে বিদায় নিতে হয়েছিল বাংলাদেশকে। সেটা মনে করে প্রতিপক্ষ নেপালকে বেশ সমীহ করে খেলে বাংলার কিশোররা। গতকাল সোমবার নেপালের আনফা কমপ্লেক্সে ম্যাচের দ্বিতীয় মিনিটে এগিয়ে যায় বাংলাদেশ। অধিনায়ক মেহেদী হাসানের ফ্রি-কিক থেকে ইবনে আহাদ শাকিলের হেড চলে যায় স্বাগতিকদের জালে। ২৮ মিনিটে রাজন হাওলাদের শট ক্রসবারে বাধা পেলে দ্বিতীয় গোলের দেখা পায়নি বাংলাদেশ। ৬ মিনিট পর প্রতিপক্ষের এক খেলোয়াড়কে ফাউল করে শুধু পেনাল্টিই দেননি, লাল কার্ডও দেখেছেন গোলকিপার মিতুল মার্মা। পেনাল্টি থেকে সমতা আনেন জান লিম্বু। তবে ১০ জনে পরিণত হলেও বাংলাদেশ হতোদ্যম হয়নি। দ্বিতীয়ার্ধের শুরুতে রাজনের প্লেসিং শট আবার এগিয়ে দেয় লাল-সবুজের প্রতিনিধিদের। ২-১ অগ্রগামিতা ধরে রেখে গ্রæপের শ্রেষ্ঠত্বও নিশ্চিত করেছে বাংলাদেশের ছেলেরা।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App