×

খেলা

জয় পেল বসুন্ধরা-শেখ জামাল

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ৩০ অক্টোবর ২০১৮, ০৪:৩১ পিএম

জয় পেল বসুন্ধরা-শেখ জামাল
প্রাক মৌসুমে মালদ্বীপের জনপ্রিয় ক্লাব নিউ রেডিয়েন্টের বিপক্ষে ৪-১ গোলের বড় ব্যবধানে জয় তুলে নিয়েই নিজেদের আধিপত্যের কথা স্মরণ করিয়ে দেয় বসুন্ধরা কিংস। আর ফেডারেশন কাপে নিজেদের প্রথম ম্যাচেই বাজিমাত করল নবাগত দলটি। গতকাল দিনের প্রথম ম্যাচে শক্তিশালী মোহামেডান স্পোর্টিং ক্লাবকে ৫-২ গোলের বড় ব্যবধানে হারিয়েছে বসুন্ধরা কিংস। দলের পক্ষে দুটি গোল করেন ব্রাজিলিয়ান তারকা মার্কোস সিলভা। আর একটি করে গোল করেন ড্যানিয়াল কলিন্দ্রেস, জর্জ ব্ল্যাস এবং মতিন মিয়া। মোহামেডানের হয়ে জোড়া গোল করেন ল্যান্ডিং ডারবোয়ি। দিনের অন্য ম্যাচে নোফেল স্পোর্টিং ক্লাবের বিপক্ষে ২-১ গোলে জয় পেয়েছে শেখ জামাল ধানমন্ডি ক্লাব। বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে গতকাল দুটি ম্যাচ অনুষ্ঠিত হয়েছে। মোহামেডান-বসুন্ধরা মধ্যকার প্রথম ম্যাচে পাত্তাই পায়নি দশবারের চ্যাম্পিয়নরা। শুরু থেকেই দারুণ ছন্দে খেলতে থাকে নবাগত দল বসুন্ধরা কিংস। তবে ম্যাচের প্রথম গোলের দেখা পায় ক্রিস্টোফার ইভান্সের শিষ্যরাই। ১৮তম মিনিটে ল্যান্ডিং ডারবোয়ির দুর্দান্ত এক শট গোলে রূপান্তরিত হলে ১-০ তে এগিয়ে যায় মোহামেডান। চার মিনিট পরেই সমতায় ফেরে ওস্কার ব্রæজোনের শিষ্যরা। বসুন্ধরা কিংসের হয়ে স্পট কিক থেকে সমতা সূচক গোলটি করেন ড্যানিয়াল কলিন্দ্রেস। ১-১ ব্যবধানে ড্র নিয়ে বিরতির পর খেলা শুরু করে দুদল। দ্বিতীয়ার্ধে ৬৬তম মিনিটে আবারো এগিয়ে যায় মোহামেডান স্পোর্টিং ক্লাব। এ সময় মোহামেডানের সিগোজিকে ডি বক্সের মধ্যে বসুন্ধরা কিংসের মিতুল ফাউল করলে পেনাল্টির বাঁশি বাজান রেফারি। পেনাল্টি থেকে ল্যান্ডিং ডারবোয়ি গোল করে এগিয়ে নেন মোহামেডানকে। ৬ মিনিট পর জর্জ ব্লাসের গোলে ফের সমতায় ফেরেন বসুন্ধরা কিংস। ম্যাচের ৭৪ মিনিটে দ্বিতীয় হলুদ কার্ড পেয়ে তকলিস আহমেদ মাঠ ছাড়লে কপাল পুড়ে মোহামেডানের। ম্যাচের শেষ মুহূর্তে একের পর এক অতর্কিত আক্রমণ চালায় ওস্কার ব্রæজোনের শিষ্যরা। ৭৮তম মিনিটে বসুন্ধরা কিংসের মতিন মিয়া গোল করে দলকে ৩-২ ব্যবধানে এগিয়ে নেন। ম্যাচের যোগ করা সময়ে মার্কোস সিলভার করা জোড়া গোলে জয় নিশ্চিত হয় বসুন্ধরা কিংসের। ফলে ৫-২ ব্যবধানে জয় নিয়ে মাঠ ছাড়ে নবাগত ক্লাবটি। এদিকে দিনের অন্য ম্যাচে হাড্ডাহাড্ডি লড়াইয়ের পর শেষ পর্যন্ত জয় পেয়েছে শেখ জামাল ধানমন্ডি ক্লাব।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App