×

খেলা

হেলিকপ্টার বিধ্বস্তে লেস্টারসিটির মালিকসহ নিহত ৫

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ২৯ অক্টোবর ২০১৮, ০৬:০২ পিএম

হেলিকপ্টার বিধ্বস্তে লেস্টারসিটির মালিকসহ নিহত ৫

হেলিকপ্টার দুর্ঘটনায় ইংলিশ ক্লাব লেস্টারসিটির মালিকসহ পাঁচজন নিহত হয়েছেন। শনিবার রাতে ক্লাবটির হোম ভেন্যু কিং পাওয়ার স্টেডিয়ামে এ দুর্ঘটনা ঘটে।

তবে সেদিনই হতাহতের ব্যাপারে সুনিশ্চিত করে কিছু বলেনি লেস্টার।

রোববার এক বিবৃতিতে ক্লাবটি জানিয়েছে, ওই হেলিকপ্টারে ছিলেন ক্লাবটির মালিক ভিচাই শ্রীবদ্ধনাপ্রভা। তিনিসহ তার দুই স্টাফ ও দুই পাইলট মারা গেছেন।

ওই দিন ওয়েস্টহ্যামের বিপক্ষে ম্যাচ ছিল লেস্টারের। ম্যাচটি দেখতে হেলিকপ্টারে করে স্টেডিয়ামে আসেন ক্লাবটির মালিক শ্রীবদ্ধনাপ্রভা। ম্যাচ শেষে স্টেডিয়ামের মাঝে পার্ক করা হেলিকপ্টারে উঠেন তিনি। সামান্য ওপরে উড্ডয়নের সঙ্গে সঙ্গেই তাতে আগুন ধরে যায়। এ সময় বিকট শব্দে হেলিকপ্টারটি ফেটে পড়ে।

এমন মর্মান্তিক দুর্ঘটনার আগে ওয়েস্টহ্যাম ও লেস্টারসিটির লড়াই ১-১ গোলে অমীমাংসিত থাকে।

বিবৃতিতে জানানো হয়েছে, যান্ত্রিক গোলযোগের কারণে হেলিকপ্টার দুর্ঘটনা ঘটেছে।

প্রসঙ্গত, ২০১০ সালে লেস্টারসিটি অধিগ্রহণ করেন শ্রীবদ্ধনাপ্রভা। সবাইকে বিস্ময় উপহার দিয়ে ২০১৫-১৬ মৌসুমে ইংলিশ প্রিমিয়ার লিগ চ্যাম্পিয়ন হয় থাইল্যান্ড শিল্পপতি মালিকানাধীন ক্লাবটি।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App