×

জাতীয়

রাজধানীর উত্তরায় এইচ এম প্লাজায় অগ্নিকাণ্ড

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ২৯ অক্টোবর ২০১৮, ১২:১৯ পিএম

রাজধানীর উত্তরায় এইচ এম প্লাজায় অগ্নিকাণ্ড
রাজধানীর উত্তরা এইচ এম প্লাজার অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। রবিবার দিনগত রাত সোয়া ১টার দিকে আগুনের সূত্রপাত ঘটে। খবর পেয়ে উত্তরা ফায়ার স্টেশনের ৬টি ইউনিট গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। তবে আগুনে বেশ কয়েকটি প্রতিষ্ঠান ক্ষতিগ্রস্থ হয়েছে। উত্তরা ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশনের সিনিয়র স্টেশন অফিসার মো. সফিকুল ইসলাম জানান, উত্তরার ৩নং সেক্টরের ২নং সড়কের এইচ এম টাওয়ার রাতে আগুন লাগার খবরে ঘটনাস্থলে যাই। আমার নেতৃত্বে মোট ৬টি ইউনিট আগুন নির্বাপনে কাজ করে। তিনি আরও বলেন, ঘণ্টাব্যাপী চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আসে। আগুনে ১৬তলা ভবনের ছাদ থেকে গ্রাউন্ড ফ্লোর পর্যন্ত বৈদ্যুতিক ক্যাবলসহ বেশ কিছু নেট ওয়ার্কের ক্যাবল ও অ্যান্টিনা আগুনে ক্ষতিগ্রস্থ হয়েছে। এইচ এম প্লাজার মালিক মো. নুরুল হুদা জানান, ফায়ার সার্ভিস দ্রুত পদক্ষেপের কারণে ক্ষয়ক্ষতির পরিমাণ কম হয়েছে। এমনকি এইচ এম প্লাজাসহ আশেপাশের অনেক ভবন আগুন থেকে রক্ষা পেয়েছে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App