×

খেলা

বিপিএলের নিলাম অনুষ্ঠিত

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ২৯ অক্টোবর ২০১৮, ০৩:৫০ পিএম

বিপিএলের নিলাম অনুষ্ঠিত
বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) যাত্রা শুরু করে ২০১২ সালে। এর মধ্যে অনুষ্ঠিত হয়েছে টুর্নামেন্টটির ৫টি আসর। সবকিছু ঠিক থাকলে ২০১৯ সালের ৫ জানুয়ারি থেকে শুরু হবে বিপিএলের ষষ্ঠ আসর। বিপিএলের ষষ্ঠ আসরের প্লেয়ার ড্রাফট (নিলাম) অনুষ্ঠিত হয়েছে গতকাল। ঢাকার হোটেল রেডিসন ব্লুতে অনুষ্ঠিত এই নিলামের মধ্য দিয়েই নিজেদের পছন্দের খেলোয়াড়দের নিয়ে দল গঠন সম্পন্ন করেছে আসন্ন বিপিএলে অংশ নিতে যাওয়া ৭টি দল। প্লেয়ার ড্রাফট অনুষ্ঠানে ৭টি ফ্রাঞ্চাইজি, তাদের আইকন ক্রিকেটার এবং কর্মকর্তারা উপস্থিত ছিলেন। এ ছাড়া উপস্থিত ছিলেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সভাপতি নাজমুল হাসান পাপন; পরিকল্পনামন্ত্রী, সাবেক বিসিবি ও আইসিসি সভাপতি আ হ ম মোস্তফা কামাল এবং পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম। এবারের বিপিএলের প্লেয়ার ড্রাফটে বিদেশি ক্রিকেটারের তালিকায় ছিলেন মোট ৩৬৫ জন ক্রিকেটার। যেখানে ইংল্যান্ডের ৮১, পাকিস্তানের ৭২, ওয়েস্ট ইন্ডিজের ৫৬, শ্রীলঙ্কার ৫৫, আফগানিস্তানের ১৯, দক্ষিণ আফ্রিকার ১৭, জিম্বাবুয়ের ১৫, আয়ারল্যান্ডের ১০, স্কটল্যান্ডের ৮, কানাডার ৬, নেদারল্যান্ডসের ৬, সংযুক্ত আরব আমিরাতের ৫, হংকংয়ের ৫, যুক্তরাষ্ট্রের ৪, নিউজিল্যান্ডের ৩, অস্ট্রেলিয়ার ২ এবং কেনিয়ার ১ জন খেলোয়াড়ের নাম ছিল। আসন্ন বিপিএলে বাংলাদেশের অন্যতম সেরা ক্রিকেটার মুশফিকুর রহিম কোন দলের হয়ে খেলবেন তা নিয়ে গত কয়েক দিনে অনেক নাটকীয়তা হয়েছে। গত আসরে রাজশাহী কিংসের আইকন ক্রিকেটার হিসেবে খেলেছিলেন এই উইকেটকিপার ব্যাটসম্যান। তবে এবার মুশফিককে ছেড়ে দিয়ে আইকন হিসেবে মোস্তাফিজকে দলে ভেড়ায় রাজশাহী কিংস। বিপিএলের প্লেয়ার ড্রাফট শুরুর আগেই একদফা নাটক হয়ে যায় মুশফিককে নিয়ে। তিনি আইকন ক্রিকেটার। তাই যে কোনো একটি ফ্রাঞ্চাইজিকে নিশ্চিতভাবেই দলে নিতে হবে মুশফিককে। রাজশাহীর পাশাপাশি রংপুর, ঢাকা, খুলনা এবং কুমিল্লাও আগেই তাদের আইকন ক্রিকেটার ঠিক করে ফেলেছিল। সে হিসেবে বাকি ছিল কেবল সিলেট ও চিটাগং ভাইকিংস। এ দুদলের একটি দলেই আইকন হিসেবে যোগ দিচ্ছেন মুশফিক তা একপ্রকার নিশ্চিতই ছিল। শেষ মুহূর্তে এসে বাংলাদেশ ক্রিকেটের নতুন সেনসেশন ওপেনার লিটন দাসকে আইকন ক্রিকেটার হিসেবে কিনে নেয় সিলেট সিক্সার্স। ফলে মুশফিকুর রহিমের চিটাগং ভাইকিংসে নাম লেখানোটা অবধারিতই ছিল। তবুও নাটক হয়েছে মুশফিককে নিয়ে। নিলাম শুরু হওয়ার ঠিক আগ মুহূর্তে জানা যায়, আইকন ক্রিকেটার হওয়া সত্তে¡ও প্লেয়ার ড্রাফটে নাম উঠবে মুশফিকের। সেখান থেকে যে কোনো ফ্রাঞ্চাইজি ইচ্ছা করলেই কিনতে পারবে তাকে। তবে ড্রাফট শুরু হওয়ার আগেই মুশফিককে ঘিরে তৈরি হওয়া নাটকের অবসান ঘটে। কেননা নিলাম শুরু হওয়ার আগ মুহূর্তে মুশফিকের সঙ্গে চুক্তি চ‚ড়ান্ত করে ফেলে চিটাগং ভাইকিংস। ৭৫ লাখ টাকায় চিটাগংয়ে যোগ দিয়েছেন মুশফিকুর রহিম। সে হিসেবে বিপিএলের ষষ্ঠ আসরের ৭ দলের আইকন ক্রিকেটাররা হলেনÑ মাশরাফি বিন মুর্তজা (রংপুর রাইডার্স), সাকিব আল হাসান (ঢাকা ডায়নামাইটস), তামিম ইকবাল (কুমিল্লা ভিক্টোরিয়ান্স), মোস্তাফিজুর রহমান (রাজশাহী কিংস), মাহমুদউল্লাহ রিয়াদ (খুলনা টাইটান্স), লিটন দাস (সিলেট সিক্সার্স) ও মুশফিকুর রহিম ( চিটাগং ভাইকিংস)। আগের আসরগুলোর মতো বিপিএলের এবারের আসরেও খেলবেন পাকিস্তানি ক্রিকেটার শহীদ আফ্রিদি। আগের আসরে ঢাকা ডায়নামাইটসের হয়ে খেলা আফ্রিদিকে এবার ১ কোটি ৬০ লাখ টাকায় দলে ভিড়িয়েছে কুমিল্লা ভিক্টোরিয়ান্স। গতকাল অনুষ্ঠিত বিপিএল নিলামে বড় চমক মোহাম্মদ আশরাফুলের দল পাওয়া। ২০১৩ সালের বিপিএলে ফিক্সিং করার অভিযোগে নিষিদ্ধ হওয়া এই ক্রিকেটারকে ১৮ লাখ টাকায় দলে নিয়েছে চিটাগং ভাইকিংস। এর মধ্য দিয়ে আন্তর্জাতিক ক্রিকেটে ফেরার জন্য বড় এক সুযোগ পেলেন আশরাফুল। এবারের বিপিএলে বেশ শক্তিশালী দল গড়েছে বর্তমান চ্যাম্পিয়ন রংপুর রাইডার্স। মাশরাফি ছাড়াও দলটিতে ক্রিস গেইল, এবি ডি ভিলিয়ার্স, অ্যালেক্স হেলস ও রবি বোপারার মতো বিদেশি খেলোয়াড়ের পাশাপাশি রয়েছেন নাজমুল অপু, মোহাম্মদ মিঠুন ও সোহাগ গাজীর মতো ক্রিকেটার। গেইল অবশ্য আগের আসরেও রংপুরের হয়ে খেলেছেন। সাকিব আল হাসানের ঢাকা ডায়নামাইটসে রয়েছেন সুনীল নারাইন, রোভম্যান পাওয়েল, আন্দ্রে রাসেল ও কেইরন পোলার্ডের মতো টি-টোয়েন্টি স্পেশালিস্টরা। রাজশাহীতে অবশ্য দেশি ক্রিকেটারদের সংখ্যাই বেশি। দলটিতে আছেন মোস্তাফিজ, মুমিনুল হক ও মেহেদী হাসান মিরাজের মতো ক্রিকেটার। সিলেটে নাসির, সৌম্য ও লিটনের মতো দেশি ক্রিকেটারদের সঙ্গে আছেন ডেভিড ওয়ার্নার ও আন্দ্রে ফ্লেচারের মতো বিদেশি ক্রিকেটার। মাহমুদউল্লাহ, আরিফুল হক, নাজমুল হোসাইন শান্ত, কার্লোস ব্র্যাথওয়েটরা রয়েছেন খুলনা টাইটান্সে। কুমিল্লায় আছেন তামিম, ইমরুল, মোহাম্মদ সাইফউদ্দিন, শোয়েব মালিক ও আবু হায়দার রনির মতো এমন কয়েকজন ক্রিকেটার যারা দলকে শিরোপা জেতাতে সক্ষম। চিটাগং ভাইকিংসে মুশফিক ছাড়াও রয়েছেন সিকান্দার রাজা, লুক রঙ্কি, মোসাদ্দেক হোসেন ও আশরাফুলের মতো ক্রিকেটাররা। এখন পর্যন্ত সবচেয়ে বেশিবার বিপিএলের শিরোপা জিতেছে ঢাকা ডায়নামাইটস (শুরুর দুই আসরে দলটির নাম ছিল ঢাকা গ্ল্যাডিয়েটরস)। তিনবার শিরোপা জিতেছে দলটি। এ ছাড়া কুমিল্লা ও রংপুর শিরোপা জিতেছে একবার করে। বিপিএলে সবচেয়ে বেশি রান করা ব্যাটসম্যনদের তালিকায় শীর্ষে আছেন মাহমুদউল্লাহ রিয়াদ। এখন পর্যন্ত মোট ৬৩ ম্যাচে তার রান ১৪০০। এ ছাড়া ১৩৫৮ রান নিয়ে তালিকার দুই নম্বরে রয়েছেন তামিম ইকবাল ও ১৩৫৭ রান নিয়ে তৃতীয় স্থানে আছেন মুশফিক। বল হাতে সবচেয়ে বেশি উইকেট শিকারিদের তালিকায় শীর্ষে আছেন সাকিব আল হাসান। ৬১ ম্যাচে তার উইকেট ৮৩। ৬১ উইকেট নিয়ে দ্বিতীয় স্থানে আছেন কেভিন কুপার ও ৫৪ উইকেট নিয়ে তিন নম্বরে আছেন শফিউল ইসলাম। সবচেয়ে বেশি ছক্কা ক্রিস গেইলের। ২৬ ম্যাচে ১০৭টি। এক ম্যাচে সর্বোচ্চ ব্যক্তিগত ইনিংসের রেকর্ডটিও গেইলের দখলে। ২০১৭ সালে ৬৯ বলে ১৪৬ রানের দুর্দান্ত এক ইনিংস খেলেছিলেন তিনি।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App