×

খেলা

নেপালকে হারিয়ে গ্রুপ চ্যাম্পিয়ন বাংলাদেশ

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ২৯ অক্টোবর ২০১৮, ০৬:১৫ পিএম

নেপালকে হারিয়ে গ্রুপ চ্যাম্পিয়ন বাংলাদেশ

অনূর্ধ্ব-১৫ সাফ ফুটবল চ্যাম্পিয়নশিপে নেপালকে হারিয়েছে বাংলাদেশের ছেলেরা। নেপালেরই মাটিতে তাদেরকে ২-১ গোলে হারায় লাল সবুজের খুদে প্রতিনিধিরা।

গ্রুপপর্বের প্রথম ম্যাচে মালদ্বীপ এবং নেপালকে হারিয়ে গ্রুপ চ্যাম্পিয়ন হয় বাংলাদেশ।

আজ সোমবার বাংলাদেশ সময় দুপুর ২টা ৪৫ মিনিটে কাঠমান্ডুর আনফা কমপ্লেক্সে ম্যাচটি অনুষ্ঠিত হয়। বাংলাদেশের হয়ে গোল দুটি করেন ইবনে আহাদ ও ইবনে আহমেদ। নেপালের হয়ে একমাত্র গোলটি করেন জান লিম্বু।

ম্যাচের শুরুতেই এগিয়ে যায় বাংলাদেশ। শুরুর দুই মিনিটের মাথায় দলকে শুভসূচনা এনে দেন ইবনে আহাদ। কিন্তু বিরতির আগে পেনাল্টি থেকে গোল দিয়ে ম্যাচে সমতা আনেন নেপালের জান লিম্বু।

বিরতি থেকে ফিরে এসে আরও উদ্যমী হয়ে ওঠেন খুদে ফুটবলাররা। এবার গোল দিয়ে আনন্দের বন্যায় ভাসান ইবনে আহমেদ। ম্যাচের ৪৬ মিনিটে আহমেদ গোলটি করেন।

আগামী ১ নভেম্বর সেমিফাইনালে ভারতের মুখোমুখি হবে বাংলাদেশ। এর আগে প্রথম ম্যাচে মালদ্বীপকে ৯ গোলে উড়িয়ে এক ম্যাচ হাতে রেখেই সেমিফাইনাল নিশ্চিত করেছিল বাংলাদেশ।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App