×

খেলা

জয় পেল ঢাকা আবাহনী ও সাইফ স্পোর্টিং

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ২৯ অক্টোবর ২০১৮, ০৩:৪৩ পিএম

জয় পেল ঢাকা আবাহনী ও সাইফ স্পোর্টিং
জয়ের মাধ্যমে ফেডারেশন কাপের ৩০তম আসর শুরু করল গতবারের চ্যাম্পিয়ন ঢাকা আবাহনী এবং সাইফ স্পোর্টিং ক্লাব। গতকাল দিনের প্রথম ম্যাচে মুক্তিযোদ্ধা সংসদকে ১-০ গোলে হারিয়েছে ঢাকা আবাহনী। ম্যাচের একমাত্র গোলটি করেন মামুনুল ইসলাম। অন্য ম্যাচে টিম বিজেএমসির বিপক্ষে ৩-১ গোলে জিতেছে সাইফ স্পোর্টিং ক্লাব। আজ ‘ডি’ গ্রæপের দুটি ম্যাচ অনুষ্ঠিত হবে। দিনের প্রথম ম্যাচে নবাগত বসুন্ধরা কিংসের মোকাবেলা করবে মোহামেডান স্পোর্টিং ক্লাব। অন্য ম্যাচে শেখ জামাল ধানমন্ডি ক্লাবের বিপক্ষে মাঠে নামবে আরেক নতুন ক্লাব নোফেল স্পোর্টিং ক্লাব। ফেডারেশন কাপ ফুটবল টুর্নামেন্টের মাধ্যমে বাংলাদেশের ঘরোয়া ফুটবলের খেলা শুরু হয়েছে। বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে গতকাল টানা দুবারের শিরোপাজয়ী ঢাকা আবাহনীকে হারাতে পারেনি মুক্তিযোদ্ধা সংসদ। তবে সহজে জিততে পারেনি আকাশি-নীল রংয়ের জার্সিধারীরাও। আক্রমণ আর পাল্টা আক্রমণের মাধ্যমে খেলা চললেও প্রথমার্ধের ৪৫ মিনিটে গোলের দেখা পায়নি কোনো দলই। তবে ম্যাচের ৪৩ মিনিটে গোল করার এক সুবর্ণ সুযোগ পায় মুক্তিযোদ্ধা সংসদ। এ সময় জাপানিজ মিডফিল্ডার ইয়োসুকে কাতোরোর পাসে বল পেয়ে যান ফরোয়ার্ড বাল্লো ফামোসসা। কিন্তু আইভরি কোস্টের এই তারকা ফুটবলারের লক্ষ্যভ্রষ্ট শট ক্রসবারের ওপর দিয়ে গেলে এগিয়ে যাওয়া সম্ভব হয়নি আব্বাস সাত্তারের শিষ্যদের। দ্বিতীয়ার্ধে গোলের জন্য মরিয়া হয়ে ওঠে ঢাকা আবাহনী। জাকারিয়া বাবুর শিষ্যরা কাক্সিক্ষত গোলের দেখা পায় দ্বিতীয়ার্ধের ১৮ মিনিটেই। এ সময় বেলফোর্টের বাড়ানো বলে গোল করতে সক্ষম হন মামুনুল ইসলাম। এরপর ম্যাচে আর কোনো গোল না হলে ১-০ ব্যবধানে জয় নিয়ে মাঠ ছাড়ে বর্তমান চ্যাম্পিয়নরা। দিনের অন্য ম্যাচে শক্তিশালী সাইফ স্পোর্টিং ক্লাবের বিপক্ষে মাঠে নামে টিম বিজেএমসি। ম্যাচের প্রথম থেকেই সমানে খেলতে থাকেন দুদলের ফুটবলাররা। কিন্তু গোলের খেলা ফুটবলে জয় পায় জন স্টেয়ার্ট হলের শিষ্যরা। জিতেছে ৩-১ গোলের বড় ব্যবধানে। সাইফ স্পোর্টিং ক্লাবের দুটি গোল এসেছে পেনাল্টি কিক থেকে। এদিকে একটি গোল করেছে টিম বিজেএমসি।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App