×

আন্তর্জাতিক

কোরীয় দ্বীপ পরমাণুমুক্ত করার ব্যাপারে আশাবাদী যুক্তরাষ্ট্র

Icon

কাগজ অনলাইন প্রতিবেদক

প্রকাশ: ২৯ অক্টোবর ২০১৮, ০৯:৫০ পিএম

কোরীয় দ্বীপ পরমাণুমুক্ত করার ব্যাপারে আশাবাদী যুক্তরাষ্ট্র
কোরীয় উপদ্বীপকে পরমাণু মুক্ত করার ক্ষেত্রে দক্ষিণ কোরিয়ার সঙ্গে যুক্তরাষ্ট্র কাজ করতে পারবে বলে মন্তব্য করেছেন উত্তর কোরিয়া বিষয়ক মার্কিন বিশেষ দূত স্টিফেন বেইগান। দক্ষিণ কোরিয়ার বিশেষ দূত লি দো-হুনের সঙ্গে সিউলে এক বৈঠকে তিনি এ ধরনের কথা বলেন। তিনি আরো বলেন, আমাদের অভিন্ন একটি লক্ষ্য কোরীয় উপদ্বীপে ৭০ বছরের যুদ্ধ ও শত্রুতার অবসান ঘটাতে যাচ্ছে। এ লক্ষ্য অর্জন করতে গেলে প্রাথমিকভাবে দরকার চূড়ান্ত ও পূর্ণাঙ্গভাবে কোরীয় উপদ্বীপকে পরমাণু মুক্ত করা। আমি নিশ্চিত, আমরা এ নিয়ে একসঙ্গে কাজ করতে পারব। উত্তর কোরিয়ার সঙ্গে আলোচনায় বসার বিষয়ে দক্ষিণ কোরিয়ার প্রচেষ্টা বেশ জোরালো বলেই মনে হচ্ছে। ফলে নিষেধাজ্ঞা কার্যকর ও দুই কোরিয়ার মধ্যে নো-ফ্লাই জোন প্রতিষ্ঠা নিয়ে যুক্তরাষ্ট্র এক রকমের উদ্বিগ্ন হয়ে পড়েছে। অন্যদিকে দুই কোরিয়ার নেতাদেরকে শান্তি প্রতিষ্ঠার ব্যাপারে অনেক বেশি আন্তরিক বলেই মনে হচ্ছে। দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট মুন জে-ইনকে দেখা যাচ্ছে কূটনৈতিকভাবে বেশ তৎপর।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App