×

বিনোদন

নাটকেই ফিরে যাবো : শবনম ফারিয়া

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ২৮ অক্টোবর ২০১৮, ০৪:০২ পিএম

নাটকেই ফিরে যাবো :  শবনম ফারিয়া
শুরু থেকেই আলোচনায় রয়েছে ‘দেবী’। প্রথমত হুমায়ূন আহমেদের জনপ্রিয় মিসির আলী সিরিজের উপন্যাস ‘দেবী’। দ্বিতীয়ত এই ছবিতে মিসির আলী চরিত্রে অভিনয় করেছেন চঞ্চল চৌধুরী। ইতোমধ্যে ‘আয়নাবাজি’, ‘মনপুরা’ সিনেমার মাধ্যমে দর্শকের হৃদয় ছুঁয়েছেন এই অভিনেতা। তৃতীয়ত এই ছবিটির মাধ্যমে প্রথমবার প্রযোজক হিসেবে আত্মপ্রকাশ করলেন জয়া আহসান এবং পরিচালক হিসেবে অভিষেক হলো অনম বিশ্বাসের। সব মিলিয়ে ছবিটিকে ঘিরে দর্শকের মাঝে আগ্রহ তৈরি হয়েছে। প্রেক্ষাগৃহে দর্শকের ভিড় বাড়ছে। দেবী সিনেমায় নীলু চরিত্রে অভিনয় করেছেন টিভি পর্দার জনপ্রিয় অভিনেত্রী শবনম ফারিয়া। এর মধ্য দিয়ে প্রথমবার বড় পর্দায় অভিষেক হলো তার। সিনেমায় অভিনয় এবং টেলিভিশন নাটকের ব্যস্ততা নিয়ে কথা বলেছেন শবনম ফারিয়া। শবনম ফারিয়া বর্তমান সময়ের একজন জনপ্রিয় এবং কর্মব্যস্ত অভিনেত্রী। বিজ্ঞাপনে কাজ করার মধ্য দিয়ে মিডিয়া জগতে প্রবেশ করলেও এখন ব্যস্ত ছোটপর্দায় অভিনয় নিয়ে। বর্তমান সময়ের ব্যস্ততা প্রসঙ্গে তিনি বলেন, আপাতত তেমন কোনো ব্যস্ততা নেই। ঈদের পর আমি নতুন কোনো কাজে জড়াইনি। ‘দেবী’র প্রচারণা নিয়ে এতদিন ব্যস্ত সময় পার করেছি। এখনো বিভিন্ন প্রেক্ষাগৃহে দর্শকদের সঙ্গে ‘দেবী’ দেখছি। সবাইকে পরিবার-পরিজনসহ ‘দেবী’ দেখার নিমন্ত্রণ রইল। চলচ্চিত্রে অভিনয়ের সিদ্ধান্ত কেন নিয়েছিলেন? জানতে চাইলে শবনম ফারিয়া বলেন, ‘সিনেমাটি করার পেছনে প্রথম এবং প্রধান কারণ ছিল, যে এটা হুমায়ূন আহমদের গল্প। আমি প্রকৃতই হুমায়ূন আহমেদের বড় ভক্ত। আমি যখন অষ্টম বা নবম শ্রেণিতে পড়ি তখন প্রথম হুমায়ূন আহমেদের ‘দেবী’ পড়ি। তা ছাড়া শাওন আপার পরিচালনায় চার পাঁচটা নাটকে কাজ করেছি। সব নাটকই হুমায়ূন আহমেদের গল্প অবলম্বনে। আমি যখনই এই গুণী মানুষটার নাম শুনি, তখনই কেমন যেন সম্মোহিত হয়ে যাই। তখন সবকিছু একদিকে আর হুমায়ূন আহমেদের বিষয়টা অন্যদিকে। এজন্যই মূলত ‘দেবী’ তে কাজ করা। ছবিটিতে নীলু চরিত্রে অভিনয় করেছেন ফারিয়া। এই চরিত্রটি নিয়ে তিনি বলেন, বাড়িওয়ালার বড় মেয়ের নাম নীলু। কালো ও অসুন্দর বলে যে নিজেকে অরক্ষিত মনে করে এবং নিজেকে গুটিয়ে রাখে। আসলে চরিত্রটি সম্পর্কে সবাই জানেন। তবে ‘দেবী’ তে কাজ করার অভিজ্ঞতা একটু আলাদা। কারণ এটা আমার বড়পর্দায় প্রথম কাজ। কিন্তু দেবী টিমের সঙ্গে কাজ করতে গিয়ে তেমন কোনো সমস্যার সম্মুখীন হইনি। ফারিয়া বলেন, আমর সহশিল্পী যারা আছেন তারা সবাই দেশের সেরা শিল্পী। জয়া আপা তিনবার জাতীয় পুরস্কার পাওয়া, চঞ্চল ভাই দুই বার, ইরেশ ভাই একবার, অনিমেশ দাও পেয়েছেন। আর অনম দা তিনিও জাতীয় পুরস্কারপ্রাপ্ত। সেখানে আমিই একমাত্র নতুন মুখ এবং সবচেয়ে ছোট। ‘দেবী’ টিমের সবাই তাদের নিজ নিজ জায়গা থেকে আমাকে অনেক সহযোগিতা করেছেন। শবনম ফারিয়া থেকে নীলু হয়ে উঠার প্রস্তুতির কথা বলতে গিয়ে এই অভিনেত্রী বলেন, ‘নীলু চরিত্রে অভিনয়ের জন্য আমাকে তেমন কোনো বেগ পেতে হয়নি। আমার দলের সব শিল্পীরাই অনেক সাপোর্ট করেছেন। তাছাড়া দেবীর সেটের পরিবেশ এমন ছিল যে, যার যে চরিত্র পুরো সেটের সবাই তাকে ওই নামেই ডাকতেন। এজন্য সেটে যাওয়ার পর আমি নীলু হয়ে যেতাম বা জয়া আপা রানু হয়ে যেত। বাস্তবতা হচ্ছে যখন একটা টিমে পরীক্ষিত ভালো লোক থাকে। তখন কোনো কিছু করাটা কঠিন হয় না। এখন থেকে নিয়মিত বড়পর্দায় দেখা যাবে কি? এ প্রসঙ্গে শবনম ফারিয়া বলেন, বড়পর্দায় কাজ ‘দেবী’ দিয়ে শুরু। পরবর্তী সময় ভালো গল্প হলে কাজ করব। নভেম্বর থেকে আমি আবার নাটকের জগতে ফিরে যাব; সেটা আমার জায়গা। উল্লেখ্য, খ্যাতনামা সাহিত্যিক হুমায়ূূন আহমেদের বিখ্যাত মিসির আলী সিরিজের প্রথম উপন্যাস দেবী থেকে সরকারি অনুদানে নির্মিত চলচ্চিত্রটি পরিচালনা করেছেন অনম বিশ্বাস। চলচ্চিত্রটির প্রযোজক জয়া আহসান এবং তার প্রযোজনা প্রতিষ্ঠান সি-তে সিনেমা। এতে মিসির আলী চরিত্রে অভিনয় করেছেন চঞ্চল চৌধুরী এবং রানু চরিত্রে অভিনয় করেছেন জয়া আহসান। অন্যান্য চরিত্রে আছেন অনিমেষ আইচ (রানুর স্বামী আনিস), শবনম ফারিয়া (নীলু), ইরেশ যাকের (আহমেদ সাবের)।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App