×

বিনোদন

টার্গেট তারকাদের ফেসবুক

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ২৮ অক্টোবর ২০১৮, ০৩:৪৬ পিএম

টার্গেট তারকাদের ফেসবুক
সাম্প্রতিক সময়ে বাংলাদেশের কয়েকজন তারকার ফেসবুক অ্যাকাউন্ট হ্যাকড হয়েছে এবং সেখান থেকে বিভিন্ন উসকানিমূলক পোস্ট দেয়া হয়েছে। আবার তারকাদের নামে ভুয়া ফেসবুক অ্যাকাউন্ট খুলে সেখান থেকেও নানা রকম পোস্ট শেয়ার করা হয়েছে। বিষয়টি নিয়ে বেশ বিরম্বনার মধ্যে পড়ছেন তারকারা। বরেণ্য চিত্রনায়িকা ববিতার ফেসবুকে কোনো অ্যাকাউন্ট নেই। এ কথা তিনি নিজেই গণমাধ্যমকে জানিয়েছেন। ববিতা বলেন, ‘আমি মনে করি ফেসবুক মানুষের আবেগকে কেড়ে নিচ্ছে। মানুষে মানুষের সম্পর্ককে নষ্ট করে দিচ্ছে। তাই আমি ফেসবুক ব্যবহার করি না।’ অথচ অনলাইন অনুসন্ধানে দেখা যায়, ববিতার নামে রয়েছে একাধিক ফেসবুক অ্যাকাউন্ট। ববিতা বলেন, কারা আমার নামে অ্যাকাউন্ট খুলেছে জানি না। আমি এর প্রতিবাদ জানাই।’ এদিকে আরটিভির সিইও সৈয়দ আশিক রহমানের ভেরিফাইড ফেসবুক আইডিও কিছুদিন আগে হ্যাকড হয়। পরে আইডিটি উদ্ধার করা সম্ভব হলেও বিষয়টি নিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন তিনি। আশিক রহমান বলেন, এমন ভেরিফাইড ফেসবুক আইডি হ্যাকড হওয়া খুবই দুঃখজনক। হ্যাকড হবার পরই আমি সবাইকে সতর্ক করেছি, এই আইডি থেকে কোনো ফোন বা মেসেজ পেলে কোনোরকম তথ্য আদান-প্রদান এবং আর্থিক লেনদেন যেন না করেন। অনুসন্ধানে জানা যায়, গত কিছুদিনে চিত্রনায়িকা অপু বিশ্বাস, শবনম বুবলী, আরিফিন শুভ, সঙ্গীতশিল্পী হাবিব ওয়াহিদ, তাহসান, মিনার রহমান, চিরকুট ব্যান্ডের শারমিন সুলতানা সুমী, পরিচালক দেবাশীষ বিশ্বাস, আনিসুর রহমান মিলন, অভিনেত্রী রিমি করিমসহ অনেকের ফেসবুক আইডি হ্যাকড হয়েছে। পরবর্তীতে আইডি উদ্ধার করা গেলেও বিষয়টি নিয়ে তারা ভীষণ ক্ষুব্ধ। অভিনেত্রী রিমি করিম বলেন, আমার ফেসবুক আইডিটি হ্যাকড করার পর বেশ কয়েকজন সিনিয়র শিল্পীর সঙ্গে খারাপ ব্যবহার করা হয়। যা আমার জন্য ভীষণ বিব্রতকর। হ্যাকড হবার পরপরই আমি থানা গিয়ে সাধারণ ডায়েরি (জিডি) করি। পরবর্তী সময় অ্যাকাউন্টটি উদ্ধার করা সম্ভব হয়। তবে তারকাদের ফেসবুক অ্যাকাউন্টের দুর্বল সিকিউরিটির বিষয়ে সতর্ক করতে হ্যাক করছেন কোনো কোনো হ্যাকার। স¤প্রতি নায়িকা অপু বিশ্বাসের ফেসবুক অ্যাকাউন্ট হ্যাকড করে এই নায়িকাকে সতর্ক করেন হ্যাকার গ্রুপ। অপু বিশ্বাস বলেন, হ্যাকার ছিল আমার শুভাকাক্সক্ষী। যিনি আমার আইডিটি হ্যাক করেছেন তিনি আমার ভক্ত। আমাকে তিনি ভালোবাসেন। আইডিটা দুর্বল ছিল। এটা প্রোটেক্ট করার জন্যই হ্যাকড করেছেন। পরে আমাকে আইডির সিকিউরিটি ভালো করার জন্য পরামর্শ দিয়েছেন। অন্যদিকে চলচ্চিত্র পরিচালক দেবাশীষ বিশ্বাস জানান, কিছুদিন আগেই তার ফেসবুক আইডি হ্যাক করে সেখান থেকে উস্কানিমূলক পোস্ট শেয়ার করা হয়েছে। এই নির্মাতা বলেন, কিছুদিন আগে শিক্ষার্থীদের আন্দোলন নিয়ে হঠাৎ দেখলাম আমার হ্যাক হওয়া আইডি থেকে নানারকম আপত্তিকর স্ট্যাটাস পোস্ট করা হচ্ছে। এসব স্ট্যাটাস বা পোস্টের সঙ্গে আমার কোনো সম্পৃক্ততা নেই। পরবর্তী সময় আমি বিষয়টি থানায় জানিয়েছি এবং জিডি করেছি। গোয়েন্দা পুলিশের একটি সূত্র মনে করছে, আগামী জাতীয় নির্বাচনকে সামনে রেখে তারকাদের ফেসবুক আইডিকে টার্গেট করতে পারে হ্যাকারেরা। এ ছাড়া তারকাদের নামে ভুয়া ফেসবুক অ্যাকাউন্টও খোলা হতে পারে। সেখান থেকে নানারকম উসকানিমূলক পোস্ট শেয়ার করা হবে। এ জন্য তারকাদের ফেসবুক আইডির সিকিউরিটি আরো শক্ত করা উচিত। এ ব্যাপারে পরিচিত পেশাদার আইটি বিশেষজ্ঞের পরামর্শও নেয়া যেতে পারে। ঢাকা মেট্রোপলিটন পুলিশের সাইবার অপরাধ ইউনিটের অতিরিক্ত উপকমিশনার (এডিসি) নাজমুল ইসলাম বলেন, ফেসবুক আইডি হ্যাক করা অবশ্যই অপরাধ। সে ক্ষেত্রে আমাদের কাছে এসে যদি কেউ অভিযোগ করেন, মামলা করেন তাহলে এসব সাইবার দুর্বৃত্তদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া যেতে পারে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App