×

বিনোদন

সাফল্যের দুই দশক

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ২৭ অক্টোবর ২০১৮, ০৪:২৩ পিএম

সাফল্যের দুই দশক
গানের মাধ্যমে বিশ্বজুড়ে খ্যাতি অর্জন করেছেন ব্রিটনি স্পিয়ার্স। যুক্তরাষ্ট্রের এই সঙ্গীতশিল্পী তার বর্ণাঢ্য সঙ্গীত ক্যারিয়ারের ২০ বছর পূর্ণ করেছেন। ১৯৯৮ সালের ২৩ অক্টোবর ব্রিটনির প্রথম একক গান ‘বেবি ওয়ান মোর টাইম’ মুক্তি পায়। প্রথম গানেই জনপ্রিয়তা পায় এই শিল্পী। প্রথম গান প্রকাশের দিনটিকে স্মরণ করে সামাজিক যোগাযোগ মাধ্যম ইনস্টাগ্রাম ও টুইটারে পোস্ট শেয়ার করেছেন ব্রিটনি। দুই দশকের ক্যারিয়ারে ভক্তদের যে ভালোবাসা পেয়েছেন তার জন্য কৃতজ্ঞতা জানিয়েছেন তিনি। ব্রিটনি স্পিয়ার্স বলেন, ২০ বছর আগে ১৯৯৮ সালের ২৩ অক্টোবর পুরো পৃথিবী শুনেছিল আমার গান। ফলে এই দিনটি যে আমার জন্য কতটা ভালো লাগার তা বলে বোঝাতে পারব না। মাত্র ১৬ বছর বয়সে প্রথম গান প্রকাশ হয়েছিল এই শিল্পীর। ‘বেবি ওয়ান মোর টাইম’ গানটি মুক্তির পরপরই বিশ্বের ১৮টি দেশের টপচার্টে জায়গা করে নিয়েছিল। বাংলাদেশেও দারুণ জনপ্রিয় এই শিল্পী। অন্যান্য দেশের মতো বাংলাদেশেও রয়েছে তার অগণিত দর্শক-শ্রোতা। ‘বেবি ওয়ান মোর টাইম’ গানটি মুক্তির পর ব্রিটনি স্পিয়ার্স ‘টক্সিক’, ‘ওম্যানাইজার’, ‘ওপস’সহ বেশ কিছু গানের মাধ্যমে মানুষের হৃদয়ে জায়গা করে নিয়েছেন। এ ছাড়া কনসার্টেও বিশ্বের প্রথম সারির শিল্পী হিসেবে নিজের জায়গা করে নিয়েছেন ব্রিটনি। এই শিল্পীর সঙ্গীত ক্যারিয়ারের ২০ বছরে ভক্তরাও সোশ্যাল মিডিয়ায় তাকে শুভেচ্ছা জানিয়েছেন।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App