×

বিনোদন

র‌্যাম্প থেকে ফিল্মে

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ২৭ অক্টোবর ২০১৮, ০৩:৩৪ পিএম

র‌্যাম্প থেকে ফিল্মে
গ্ল্যামার জগতের অন্যতম একটি ক্ষেত্র র‌্যাম্প। আকর্ষণীয় শরীরী গড়নের তরুণীরাই এখানে সাফল্য পান। সাফল্যের পথ ধরে র‌্যাম্প মডেলদের পা রাখতে দেখা যায় সিনেমায়ও। তবে সংখ্যাটা নেহাতই কম। এমন কয়েকজন র‌্যাম্প মডেলকাম চিত্রনায়িকার খোঁজ দিচ্ছে ‘মেলা’
Related image ববি গত দশকের শুরুর দিকে ইয়ামিন হক ববি ছিলেন র‌্যাম্প-কাঁপানো মডেল। কিন্তু একসময় র‌্যাম্প ছেড়ে দেন ববি। চলে আসেন অভিনয় ভুবনে। ইফতেখার চৌধুুরীর ‘খোঁজ দ্য সার্চ’ ছবিতে অনেকটাই অতিথি শিল্পীর চরিত্র ছিল তার। অনন্ত জলিলের বিপরীতে একটি গানে তাকে পারফর্ম করতে দেখা যায়। পরে আইটেম কন্যা থেকে ববি আলোচিত চিত্রনায়িকা হয়ে ওঠেন। ইফতেখার চৌধুরীর ‘দেহরক্ষী’ হিট হয়ে গেলে ববির চাহিদা তৈরি হয়। ‘ফুল এন ফাইনাল’, ‘রাজত্ব’, ‘ইঞ্চি ইঞ্চি প্রেম’, ‘অ্যাকশন জেসমিন’, ‘রাজাবাবু’, ‘ব্ল্যাকমেইল’ ইত্যাদি ছবিতে তিনি অভিনয় করেন। বেশকিছু নারীপ্রধান ছবিতে ববি নাম ভ‚মিকায় অভিনয় করে আলোচিত হয়েছেন। সর্বশেষ ববি অভিভাবকতুল্য পরিচালক ইফতেখার চৌধুরীকে পরিচালক নির্বাচন করে ‘বিজলী’ ছবিটি প্রযোজনা করেন। বলা চলে র‌্যাম্প থেকে সিনেমায় নেমে ভুল করেননি ববি। Image result for আইরিন আইরিন র‌্যাম্প থেকে সিনেমায় আসা নায়িকাদের কথা বলতে গেলে ববির পরই আসবে আইরিনের নাম। ২০১৩ সালে মুক্তিপ্রাপ্ত দেবাশীষ বিশ^াস পরিচালিত ‘শ্বশুরবাড়ি জিন্দাবাদ’ ছিল আইরিনের প্রথম ছবি। যদিও তার অভিষেক হওয়ার কথা ছিল সাইফ চন্দন পরিচালিত ‘ছেলেটি আবোল তাবোল মেয়েটি পাগল পাগল’ ছবিতে। ছবিটির কাজ বিলম্বিত হলে আইরিন অন্য ছবিগুলো হাতে নেন। এখন পর্যন্ত আইরিনের কোনো ছবি হিট না হলেও তাকে নিয়ে মাঝখানে কিছুটা আলোচনা ছিল। তার মুক্তি প্রতীক্ষিত ছবিগুলোর মধ্যে আলোচিত হতে পারে এমন কোনো ছবি নেই। Image result for পিয়া পিয়া জান্নাতুল ফেরদৌস পিয়া শুধু বাংলাদেশেই নয়, পেয়েছেন বিদেশেও খ্যাতি। কিন্তু তার এই খ্যাতিকে তিনি সিনেমায় তেমনভাবে কাজে লাগাতে পারেননি। র‌্যাম্পের মতো সাফল্য সিনেমায় গিয়ে পাননি পিয়া। তিনি যে দুটি ছবি করেছেন, তার মধ্যে আশিকুর রহমান পরিচালিত ‘গ্যাঙস্টার রিটার্নস’ মোটামুটি আলোচিত হলেও অপর ছবি রিকিয়া মাসুডো পরিচালিত ‘স্টোরি অব সামারা’ একেবারেই চলেনি। ফলে পিয়া যত সফল মডেলই হোন না কেন, সিনেমার দর্শকদের কাছে সেভাবে পরিচিতি পাননি। Image result for রুহি রুহি দিলরুবা ইয়াসমিন রুহিকে বাণিজ্যিক ছবিতে পুরোপুরি পাওয়া যায়নি। তাকে পাওয়া গেছে একটি ব্রিটিশ-বাংলাদেশ যৌথ প্রজেক্টে। মনসুর আলীর পরিচালনায় ‘৭১-এর সংগ্রাম’ নামের এই ছবিটি করতে গিয়ে পরিচালকের প্রেমেই পড়ে যান রুহি। তাকে বিয়ে করে ইংল্যান্ডে পাড়ি জমান। পরে রুহি অনিমেষ আইচ পরিচালিত ‘জিরো ডিগ্রি’ ছবিতে অভিনয় করে আলোচনায় আসেন। রুহি দেশের ছবিতে ব্যস্ত হতে না পারলেও কলকাতায় ‘গ্ল্যামার’ নামের একটি ছবিতে অভিনয় করেন। ছবিটি পরিচালনা করেন মহুয়া চৌধুরী। Image result for শিবা আলী খান শিবা আলী খান উপরের নায়িকাদের মতো এত সফল র‌্যাম্প মডেল না হয়েও শিবা আলী খান সিনেমায় পেয়েছিলেন একটি বড় সুযোগ। শাকিব খানের মতো ডাকসাইটে চিত্রনায়কের বিপরীতে অভিনয় করার ভাগ্য আসে শিবার। কিন্তু আশিকুর রহমান পরিচালিত ‘অপারেশন অগ্নিপথ’ নামের ছবিটি শুটিংয়ের মাঝপথে থমকে আছে। অস্ট্রেলিয়ায় শুটিং হয়েছিল ছবিটির। কিন্তু নানা জটিলতায় আর কাজ এগোচ্ছে না ‘অপারেশন অগ্নিপথে’র। শিবার যাত্রা শুরু হয়েছিল ‘স্টোরি অব সামারা’ থেকে। প্রধান নায়িকা ছিলেন তিনি। একই প্রযোজকের ব্যানারে পরের পর কাজ পাচ্ছিলেন। কিন্তু এখন আর তাকে কোনো আলোচনায় পাওয়া যাচ্ছে না।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App