×

বিনোদন

কমিকস বই থেকে সিনেমা

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ২৭ অক্টোবর ২০১৮, ০৪:০৪ পিএম

কমিকস বই থেকে সিনেমা
বর্তমান যুগে হলিউডে চলছে কমিকস ঘরানার মুভির জয়জয়কার। সুপারম্যান, ব্যাটম্যান, স্পাইডারম্যান, আয়রনম্যান থেকে শুরু করে অ্যাভেঞ্জার্স, জাস্টিস লিগ এসব বহু নাম এখন মানুষের মুখে মুখে। তবে শুধু সুপারহিরো মুভিই নয় হলিউডের আরো বেশকিছু মুভি, টিভি সিরিজের মূলেও রয়েছে কোনো না কোনো কমিকসের হাত। তবে সবসময় প্রেক্ষাপট এরকম ছিল না, কমিকসের হলিউডি জনপ্রিয়তাটা সাম্প্রতিক হলেও কমিকসের আগমন তার বহু আগেই ঘটে ছিল। রুপালি পর্দা আসার আগে দেশে-বিদেশে কমিকসই ছিল বিনোদনের একটি উল্লেখযোগ্য উৎস। পৃথিবীজুড়ে কমিকস ভক্তের সংখ্যাও নেহায়েত কম নয়। আজ আমরা আপনাদের সামনে তুলে ধরব বিশ্বের সবচেয়ে দুর্লভ কমিকসগুলোর মধ্যে কয়েকটি
Image result for অ্যাকশন কমিকস ১ ১৯৩৮ অ্যাকশন কমিকস #১ (১৯৩৮) বর্তমানের জনপ্রিয় কমিকস প্রকাশনা প্রতিষ্ঠান ডিসি কমিকস ১৯৩৪ সালে প্রতিষ্ঠার সময়ে ন্যাশনাল অ্যালাইড পাবলিকেশন্স নামে পরিচিত ছিল। ১৯৩৮ সালে বের হওয়া তাদের সর্বপ্রথম জনপ্রিয় সিরিজ অ্যাকশন কমিকসের মাধ্যমে আগমন ঘটে পৃথিবীর সবচেয়ে জনপ্রিয় সুপারহিরো সুপারম্যানের। মূলত এ কমিকসটির মুক্তির পরেই বিশ্বব্যাপী কমিকসের জনপ্রিয়তা অনেক বেড়ে যায়। তাই প্রথম প্রকাশনায় মাত্র ১০ কপি ছাপানো এ কমিকসটির প্রতিটির দাম ৩২ লাখ ডলার বা প্রায় ২৭ কোটি টাকা। Image result for অ্যাকশন কমিকস ১ ১৯৩৮ ব্যাটম্যান #১ (১৯৪০) ব্যাটমানের নিজস্ব প্রথম কমিকস সিরিজ এটি যা ১৯৪০ সালে প্রকাশ পেয়েছিল। এ কমিকসে ব্যাটমানের সঙ্গে আরো দুই জনপ্রিয় চরিত্রের অভিষেক ঘটে। এর মধ্যে একটি হলো ক্যাট ওম্যান এবং অপরটি ব্যাটম্যানের সবচেয়ে জনপ্রিয় ভিলেন জোকার। ব্যাটমানের সঙ্গে ‘ক্লাউন প্রিন্স অব ক্রাইম’ খ্যাত জোকারের এ দ্ব›দ্ব সুপারহিট হিসেবে পরিচিত হয়েছিল যার ফলস্বরূপ আজো সুপারহিরো হিসেবে ব্যাটম্যানের আবেদন কোনো অংশে কমেনি। ২০১৩ সালে এ দুর্লভ কমিকসটির সর্বপ্রথম মুদ্রণের একটি কপি ৫ লাখ ৬৭ হাজার ৬২৫ ডলার বা বাংলাদেশি টাকায় প্রায় ৪ কোটি ৮০ লাখ টাকায় বিক্রি হয়। Image result for অ্যাকশন কমিকস ১ ১৯৩৮ মার্ভেল কমিকস #১ (১৯৩৯) আজকের মার্ভেল স্টুডিও, মার্ভেল কমিকম সবকিছুর সূত্রপাত এ কমিকসটি থেকেই। প্রতিষ্ঠার পরে তাদের সর্বপ্রথম প্রকাশনা এটি। কমিকসটির মূল চরিত্রে ছিল পরবর্তী সময়ে ফ্যান্টাসটিক ফোরের অংশ হওয়া হিউম্যান টর্চ এবং ভিলেন চরিত্রে নামোর দ্য সাবমেরিনার। কমিকসটির মূল্য ৩ লাখ ৫০ হাজার ডলার বা প্রায় ৩ কোটি টাকা। Image result for অ্যাকশন কমিকস ১ ১৯৩৮ অ্যাভেঞ্জার্স #১ (১৯৬৩) ১৯৬৩ সালে একটি নতুন কমিকসের আগমন ঘটে যেখানে মার্ভেলসের সেরা কয়েকজন সুপারহিরো আয়রনম্যান, হাল্ক, থর, অ্যান্টম্যান, ওয়াস্প একত্রিত হয় থরের দুষ্কৃতকারী ভাই লকির (খড়শর) বিরুদ্ধে রুখে দাঁড়ানোর জন্য। গল্পটি শুনতে পরিচিত মনে হলে অবাক হওয়ার কিছু নেই। কারণ আজকের পরিচিত অ্যাভেঞ্জারদের সূত্রপাত এখান থেকেই। পরবর্তী সময়ে ২০১২ সালে মুক্তিপ্রাপ্ত অ্যাভেঞ্জারদের প্রথম মুভিটি এ কমিকসের ভিত্তিতেই বানানো হয়। দুর্লভ এ কমিকসটির মূল্য ২ লাখ ৭৪ হাজার ডলার বা বাংলাদেশি টাকায় প্রায় আড়াই কোটি টাকা। Image result for দ্য ওয়াকিং ডেড #১ (অক্টোবর ২০০৩) দ্য ওয়াকিং ডেড #১ (অক্টোবর ২০০৩) মার্ভেল, ডিসির মতো বড় কোম্পানির তৈরি না হয়েও কোনো কমিকস যদি ঝড় তুলে থাকে, তবে তা হলো দ্য ওয়াকিং ডেড। খেলনা, ভিডিও গেমস এবং একটি তুমুল দর্শকপ্রিয় টিভি সিরিজের অধিকারী এ ফ্র্যাঞ্চাইজির শুরু কমিকস থেকেই। কমিকসটির বাজার দর খুব একটা বেশি নয়, তবে কিছু ক্ষেত্রে এ হিসেবের ব্যাপারটা অনেকটা অন্যরকম। কমিকসটির প্রথম সংখ্যা যেটি মাত্র ৮ হাজার কপি ছাপানো হয়েছিল তা যেন কমিকস সংগ্রাহকদের কাছে অনেকটা সোনার হরিণে পরিণত হয়েছে। এখন পর্যন্ত একজন সংগ্রাহক সর্বোচ্চ ২০ হাজার ডলার বা বাংলাদেশি টাকায় প্রায় ১৭ লাখ টাকা খরচ করে কমিকসটি কিনেছেন। Image result for টিনএজ মিউট্যান্ট নিনজা টার্টলস #১ (মে ১৯৮৪) টিনএজ মিউট্যান্ট নিনজা টার্টলস #১ (মে ১৯৮৪) আশির দশকে মার্ভেল কমিকসের ডেয়ার ডেভিলের জনপ্রিয়তা যখন তুঙ্গে তখন মিরাজ স্টুডিও নামক একটি কমিকস কোম্পানির মূল দুই কর্ণধার কেভিন ইস্টম্যান এবং পিটার লেয়ার্ড ১৯৮৪ সালে ডেয়ার ডেভিলের প্যারোডি হিসেবে তৈরি করেন টিনএজ মিউট্যান্ট নিনজা টার্টলস। বিপুল দর্শকপ্রিয়তা পাওয়ার পর কমিকসটির নতুন সম্ভাবনার দুয়ার খুলে যেতে শুরু করে নির্মিত হয়। একে ঘিরে একের পর এক অনুষ্ঠান, শিশুতোষ ভিডিও, মুভি, খেলনা, নিনজা টার্টলস ভিত্তিক থিম পার্ক এবং আরো অনেক কিছু। তাই এ বিশাল ফ্র্যাঞ্চাইজির সর্বপ্রথম সংযোজন ১৯৮৪ সালের কমিকসটির বাজার মূল্য অনেক, আনুমানিক ২০ হাজার ডলার বা বাংলাদেশি টাকায় প্রায় ১৭ লাখ টাকা। Image result for দ্য অ্যামেজিং স্পাইডারম্যান ৩০০ ১৯৮৮ দ্য অ্যামেজিং স্পাইডারম্যান #৩০০ (১৯৮৮) এ কমিকসটির জনপ্রিয়তার মূলে রয়েছে স্পাইডারম্যানের সেরা এবং সবচেয়ে জনপ্রিয় ভিলেনগুলোর মধ্যে একজন ‘ভেনম’। এ কমিকসটিতে প্রথমবারের মতো ভেনমের আগমন ঘটে এবং খুব দ্রæতই সে ভক্তদের কাছে জনপ্রিয় হয়ে ওঠে। স্পাইডারম্যানের অনুরূপ শক্তি থাকায় এবং কোনো কোনো ক্ষেত্রে তার চেয়ে বেশি শক্তিশালী হওয়ায় বরাবরই ভেনম স্পাইডারম্যানের অন্যতম শক্ত প্রতিদ্ব›দ্বী। তাই ভক্তদের কাছে সীমিত আকারে প্রকাশ পাওয়া এ কমিকসটির আবেদন অনেক। এর বাজার মূল্য বর্তমান সময়ে ১০ হাজার ডলার বা বাংলাদেশি টাকায় ৮.৫ লাখের কাছাকাছি। Related image আয়রনম্যান #৫৫ (১৯৭৩) মার্ভেল মুভি অথবা সুপারহিরো কমিকস মুভির আজকে যে জয়জয়কার, তার মূলে যে সুপারহিরোটি রয়েছে সে হলো আয়রনম্যান। আগে অতটা জনপ্রিয় না হলেও হালের আয়রনম্যান ক্রেজের প্রভাব পড়েছে আগে প্রকাশিত কমিকসগুলোর ওপরেও। ১৯৭৩ সালে প্রকাশিত এ কমিকসটির মাধ্যমে মার্ভেল জগতে আয়রনম্যানের আগমন ঘটে। তাই কমিকস সংগ্রাহকদের কাছে এর দাম যেন প্রতিনিয়ত বেড়েই চলেছে। এখন পর্যন্ত কমিকসটির মূল্য ৩ হাজার ৭৫০ ডলার অর্থাৎ বাংলাদেশি টাকায় প্রায় ৩ লাখ টাকা।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App