×

বিনোদন

লিট ফেস্টে ক্যান্সার জয়ের গল্প

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ২৬ অক্টোবর ২০১৮, ০৫:০২ পিএম

লিট ফেস্টে ক্যান্সার জয়ের গল্প
প্রতি বছর রাজধানীর বাংলা একাডেমিতে আয়োজন করা হয় সাহিত্যের উৎসব ‘ঢাকা লিট ফেস্ট’-এর। যেখানে বিভিন্ন দেশ থেকে উপস্থিত থাকেন প্রখ্যাত সাহিত্যিকরা। আর এবার সাহিত্যের এই অনুষ্ঠানে নামজাদা সাহিত্যিকদের পাশাপাশি হাজির হবেন বলে শোনা যাচ্ছে বলিউডের দুই অভিনেত্রী মনীষা কৈরালা ও নন্দিতা দাস। আগামী ৮ নভেম্বর বাংলা একাডেমিতে নবমবারের মতো অনুষ্ঠিত হতে যাচ্ছে ঢাকা লিট ফেস্টের। শোনা যাচ্ছে এবারের আয়োজনে পুলিৎজার জয়ী দুই সাহিত্যিক এডাম জনসন ও ট্রেড এডরস উপস্থিত থাকবেন। সেই সঙ্গে শোনা যাচ্ছে উৎসবে নিজেদের স্ট্রাগলের গল্প শোনাতে উপস্থিত থাকবেন বলিউডের দুই মেধাবী অভিনেত্রী মনীষা ও নন্দিতা। ক্যান্সারকে জয় করেছেন মনীষা। ক্যান্সারের সঙ্গে লড়াই নিয়ে তিনি বইও লিখেছেন। যার নাম ‘দ্য বুক অব আনটোল্ড স্টোরিজ’। ঢাকা লিট ফেস্টে তিনি তার এ বই ও ক্যান্সার জয়ের গল্প বলবেন। এদিকে সম্প্রতি উর্দুভাষী লেখক সাদত হোসেন মান্টোর জীবনী নিয়ে নির্মিত ‘মান্টো’ চলচ্চিত্র নির্মাণ করে হইচই ফেলে দিয়েছেন নন্দিতা দাস। অভিনেতা, নির্মাতা হলেও সাহিত্যে বরাবরই সরস নন্দিতা। ধারণা করা হচ্ছে, ঢাকা লিট ফেস্টে ‘মান্টো’ নিয়ে কথা বলেন তিনি। তবে আয়োজকরা মনীষা ও নন্দিতার উপস্থিত থাকার বিষয়ে এখনই কিছু বলতে নারাজ।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App