×

আন্তর্জাতিক

ভারতজুড়ে কংগ্রেসের বিক্ষোভ কর্মসূচি

Icon

কাগজ অনলাইন প্রতিবেদক

প্রকাশ: ২৬ অক্টোবর ২০১৮, ০৬:৩১ পিএম

ভারতজুড়ে কংগ্রেসের বিক্ষোভ কর্মসূচি
ভারতের কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সেন্ট্রাল ব্যুরো অফ ইনভেস্টিগেশনের (সি বি আই) ডিরেক্টর জেনারেলকে রাতের আধারে সরিয়ে দিয়েছে বিজেপি সরকার। এর পেছনে গভীর ষড়যন্ত্রের অভিযোগ তুলে দেশজুড়ে বিক্ষোভ কর্মসূচি করছে বিরোধী দল কংগ্রেস। শুক্রবার (২৬ অক্টোবর) ভারতের রাজধানী দিল্লিসহ বিভিন্ন রাজ্যে সিবিআই অফিসের সামনে বিক্ষোভ কর্মসূচি পালন করছে কংগ্রেস। কংগ্রেস অভিযোগ করে আরও জানান, ফ্রান্স থেকে রাফাইল যুদ্ধ বিমান কেনার নামে ব্যাপক আর্থিক দুর্নীতি করেছে নরেন্দ্র মোদির নেতৃত্বাধীন বিজেপি সরকার। ত্রিপুরা কংগ্রেসও এদিন আগরতলার গোর্খাবস্তি এলাকার সিবিআই অফিসের সামনে বিক্ষোভ কর্মসূচি পালন করে। ত্রিপুরা কংগ্রেসের এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন প্রদেশ কংগ্রেস দলের অবজারভার ভূপেন বরা, ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের সভাপতি বীরজীৎ সিনহা, কার্যকরি সভাপতি প্রদ্যুৎ কিশোর দেববর্মণ, সাবেক এমএলএ গোপাল রায়, তাপস দে প্রমুখ। এদিন বিক্ষোভ কর্মসূচিতে বক্তব্য রাখতে গিয়ে নেতারা ভারতের প্রধানমন্ত্রী এবং ত্রিপুরা রাজ্যের মুখ্যমন্ত্রীর তীব্র সমালোচনা করেন। নরেন্দ্র মোদিকে দেশের সবচেয়ে বড় দুর্নীতিগ্রস্থ লোক এবং চোর বলে অভিযোগ করেন।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App