×

খেলা

ভারত গেলো নারী অনুর্ধ্ব-১৮ রাগবি দল

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ২৫ অক্টোবর ২০১৮, ০৮:৫০ পিএম

ভারত গেলো নারী অনুর্ধ্ব-১৮ রাগবি দল

মেয়েদের একটি জাতীয় দল থাকতে হবে, অংশ নিতে হবে আন্তর্জাতিক আসরে- এশিয়ান রাগবির অভিভাবক সংস্থা এ নিয়ম করায় বাংলাদেশ রাগবি ফেডারেশন (ইউনিয়ন) মেয়েদের জাতীয় দল গঠনের উদ্যোগ নিয়েছে। তার অংশ হিসেবেই এই প্রথম বাংলাদেশের মেয়েদের একটি রাগবি দল প্রথম আন্তর্জাতিক টুর্নামেন্ট খেলতে গেছে দেশের বাইরে।

শুক্রবার ভারতের ভুবেনেশ্বরে শুরু হতে যাওয়া এশিয়ান অনুর্ধ্ব-১৮ নারী রাগবি সেভেন্সে খেলতে গেছে বাংলাদেশের মেয়েরা। শুক্রবার রাত পৌনে ৮ টায় বাংলাদেশ প্রথম ম্যাচ খেলতে নামবে। প্রতিপক্ষ শক্তিশালী শ্রীলংকা।

বাংলাদেশের দ্বিতীয় ও তৃতীয় ম্যাচের প্রতিপক্ষ ভারত ও সংযুক্ত আরব আমিরাত। দুটি ম্যাচই হবে শনিবার। মেয়েদের এই টুর্নামেন্টে অংশ নেয়ার পৃষ্ঠপোষকতা করছে সাউথইস্ট ব্যাংক।

বাংলাদেশ অনূর্ধ্ব-১৮ নারী রাগবি দল পিংকি রানী দে (অধিনায়ক), সাদিয়া সৈয়দ (সহ-অধিনায়ক), নাহিদা নাজনীন মারিয়া, লামিয়া রহমান, আরিবা চৌধুরী, সিদরাতুল মুনতাহা আচল, নাদিয়া সুলতানা, সারা তাসনিম, তানজিলা আক্তার, মালিহা হোসেন সারা, জেরিন কবির ও আশরাফি ইয়াসমিন। ম্যানেজার : মো. সিরাজুল ইসলাম, ফিজিও-সৈয়দা হাসিনা।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App