×

পুরনো খবর

নারিকেল দুধে চিংড়ি পোলাও

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ২৫ অক্টোবর ২০১৮, ০৫:০৬ পিএম

নারিকেল দুধে চিংড়ি পোলাও
উপকরণ : ১. বাসমতি চাল ২ কাপ, ২. চিংড়ি প্রায় ২ কাপ, ৩. তেল ও ঘি মিলিয়ে ১ কাপ, ৪. পেঁয়াজকুচি ১ কাপ, ৫. কাঁচামরিচ পেস্ট ১ চা চামচ, ৬. আদা পেস্ট ১ চা চামচ, ৭. রসুন পেস্ট ১ চা চামচ, ৮. পেঁয়াজ পেস্ট ২ টেবিল চামচ, ৯. এলাচ ৩টি, ১০. দারুচিনি ১ ইঞ্চি, ১১. পেস্তাবাদাম কুচি ১ টেবিল চামচ, ১২. কিশমিশ ৭-৮টি, ১৩. নারিকেল দুধ ৪ কাপ, ১৪. ঘন দুধ ২ টেবিল চামচ, ১৫. পানি ১ কাপ, ১৬. চিনি ১ চিমটি, ১৭. কাঁচামরিচ ৪-৫টি, ১৮. লবণ স্বাদ মতো, ১৯. কিছু পরিমাণ মটরশুঁটি। . . প্রণালি : > চিংড়িগুলো পেঁয়াজ, আদা, রসুন ও কাঁচামরিচ পেস্ট এবং লবণ দিয়ে মাখিয়ে রাখতে হবে ১০ মিনিট।
> অল্প তেল ও ঘি গরম করে মসলা মাখানো চিংড়ি দিয়ে দেবেন। একটু ভাজা ভাজা হলে এক কাপ নারিকেল দুধ দিয়ে কষান। ২টি এলাচ ও দারুচিনি দিয়ে দেবেন। কাঁচামরিচ দিয়ে নামিয়ে রেখে দিন। > চাল ২০ মিনিট ভিজিয়ে রাখবেন। প্যানে তেল ও ঘি দিয়ে পেঁয়াজ বেরেস্তা করে তুলে রাখুন। এবার চাল দিয়ে ভাজবেন কিছুক্ষণ। আস্তে আস্তে এলাচ, দারুচিনি কিশমিশ সব দিয়ে দিন। চাল ভাজা হলে বাকি নারিকেল দুধ দিয়ে ঢেকে দেবেন। ফুটে উঠে পানি কমে গেলে আঁচ কমিয়ে দমে রাখুন। > ঢাকনা তুলে স্তরে স্তরে চিংড়ি মাছ দিয়ে আবার দমে দিতে হবে। সবশেষে ঘন দুধ ও চিনি মিশিয়ে উপরে ছড়িয়ে দিন। বাদাম, পেস্তা, কিশমিশ ছড়িয়ে দিয়ে নামিয়ে ফেলুন।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App