×

আন্তর্জাতিক

খাশোগি হত্যার খুনীদের বিচার করা হবে: সৌদি যুবরাজ

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ২৫ অক্টোবর ২০১৮, ০৬:২৩ পিএম

খাশোগি হত্যার খুনীদের বিচার করা হবে: সৌদি যুবরাজ

সাংবাদিক জামাল খাশোগি হত্যার খুনীদের অবশ্যই বিচার করা হবে। গতকাল বুধবার সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমান এ বক্তব্য করেন। খবর রয়টার্সের। সালমান খাশোগি হত্যার বিষয়ে গতকাল সর্বপ্রথম প্রকাশ্যে কথা বললেন সৌদি যুবরাজ। তিনি বলেন, আমি খাশোগি হত্যার সঠিক বিচার করবো। খাশোগির খুনীদের অবশ্যই আইনের আওতায় আনা হবে। এজন্য আমি প্রতিজ্ঞাবদ্ধ। উল্লেখ্য, তুর্কি বাগদত্তার সঙ্গে বিয়ের প্রয়োজনীয় কাগজ-পত্র আনতে গত ২ অক্টোবর ইস্তাম্বুলের সৌদি কনস্যুলেটে প্রবেশ করার পর নিখোঁজ হন ওয়াশিংটন পোস্ট পত্রিকার কলাম লেখক ও স্বেচ্ছা-নির্বাসিত সৌদি সাংবাদিক জামাল খাশোগি। খাশোগি নিখোঁজ হওয়ার ১৭ দিনের মাথায় গত শুক্রবার সৌদি জানায়, তুরস্কের ইস্তাম্বুল কসন্যুলেটেই সাংবাদিক জামাল খাশোগিকে হত্যা করা হয়েছে। দেশটির দাবি, গোয়েন্দা কর্মকর্তাদের সঙ্গে ধস্তাধস্তির এক পর্যায়ে খাশোগির মৃত্যু হয়। এ ঘটনার সঙ্গে জড়িত থাকার অভিযোগে গোয়েন্দা সংস্থার উপ-প্রধান আহমদ আল আসিরি ও সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমানের অন্যতম দেহরক্ষি সৌদ আল কাতানিকে বরখাস্ত করা হয়েছে। গ্রেপ্তার করা হয়েছে মোট ১৮ জনকে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App