×

আন্তর্জাতিক

ইথিওপিয়ায় প্রথমবারের মতো নারী প্রেসিডেন্ট

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ২৫ অক্টোবর ২০১৮, ০৮:০২ পিএম

ইথিওপিয়ায় প্রথমবারের মতো নারী প্রেসিডেন্ট

ইথিওপিয়াতে প্রথমবারের মতো একজন নারীকে প্রেসিডেন্ট হিসেবে নির্বাচন করলেন দেশটির সংসদ সদস্যরা। এর মধ্যে দিয়ে অভিজ্ঞ কূটনৈতিক সাহলে-ওয়ার্ক এখন আফ্রিকার একমাত্র নারী প্রেসিডেন্ট।

বিবিসির খবরে বলা হয়, সম্প্রতি নারীর ক্ষমতায়নে ইথিওপিয়া বিশ্বে বড় ধরণের নজির স্থাপন করেছে। দেশটির প্রধানমন্ত্রী গত সপ্তাহে তার ক্যাবিনেটের অর্ধেকই জায়গা করে দিয়েছেন নারীদের। এখন প্রেসিডেন্ট হিসেবে নির্বাচন করলেন একজন নারীকে।

শপথ গ্রহণকালে সাহলে-ওয়ার্ক অঙ্গীকার করেছেন, লিঙ্গ বৈষম্য নিয়ে দেশটির বাস্তবিক সমস্যা নিয়ে কাজ করবেন।

দায়িত্ব নিয়েই পার্লামেন্টে এক বক্তব্যে তিনি বলেন, শান্তিপূর্ণ পরিবেশ ধরে রাখতে সবার প্রতি আহবান করছি। একজন মা হিসেবে আমি বলতে পারি সমাজে শান্তি না থাকলে কী ধরণের ভুক্তভোগী হতে হয় আমাদের।

প্রধানমন্ত্রী অফিসের চিফ অব স্টাফ ফিতসুম আরেগা টুইটার বার্তায় বলেন, একজন নারীকে প্রেসিডেন্ট মনোনীত করা শুধুমাত্র উদাহরণ সৃষ্টির জন্যই নয়। এর ফলে সমাজে সাধারণ নারীদের মধ্যে যেকোনো সিদ্ধান্ত গ্রহণ ত্বরান্বিত হবে।

প্রেসিডেন্ট হবার আগে সাহলে-ওয়ার্ক আফ্রিকা ইউনিয়নের জাতিসংঘের প্রতিনিধি হিসেবে দায়িত্ব পালন করে আসছিলেন। তিনি আফ্রিকা অঞ্চলে শান্তি প্রতিষ্ঠায় কাজ করেছেন দীর্ঘদিন ধরে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App