×

তথ্যপ্রযুক্তি

স্মার্টফোনের ডিসপ্লেতে ক্যামেরা আনবে স্যামসাং!

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ২৪ অক্টোবর ২০১৮, ০৪:০৪ পিএম

স্মার্টফোনের ডিসপ্লেতে ক্যামেরা আনবে স্যামসাং!
স্যামসাং  ওলেড ফোরামে চারটি নতুন উদ্ভাবন উপস্থাপন করে। এগুলো হচ্ছে  ইনডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর, ডিসপ্লেই বানানো একটি স্পিকার, ডিসপ্লে থেকেই ভাইব্রেশন আসার প্রযুক্তি আর একটি আন্ডার-প্যানেল সেন্সর।প্রযুক্তি সাইট গিজমোডো’র প্রতিবেদনে বলা হয়,সর্বশেষ ফিচারটি স্যামসংকে ডিসপ্লে’র নিচে একটি ফ্রন্ট-ফেসিং ক্যামেরা বা আইরিশ স্ক্যানার বসাতে সহায়তা করবে। নতুন এ প্রযুক্তির ফলে স্মার্টফোনে বেজেল অপ্রয়োজনীয় হয়ে পড়বে অনেকটা।কনজিউমার ইলেকট্রনিকস শো সিইএস:২০১৯ এর আগে কোনো এক সময় গ্যালাক্সি এস১০ স্মার্টফোন উন্মোচন করতে পারে স্যামসাং। এছাড়া ট্রিপল ক্যামেরার এ হ্যান্ডসেটে ইন-ডিসপ্লে স্পিকার ব্যবহার করা হতে পারে। সিনেটের প্রতিবেদনে বলা হয়,ডিসপ্লেতে ক্যামেরা ও স্পিকার -এই বিষয় নিয়ে মন্তব্যের জন্য অনুরোধ করা হলেও স্যামসাংয়ের পক্ষ থেকে তাৎক্ষণিকভাবে কোনো সাড়া দেওয়া হয়নি।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App