×

আন্তর্জাতিক

ওবামা ও হিলারির পর এবার বোমার প্যাকেট সিএনএন অফিসে

Icon

শামীম আহমেদ

প্রকাশ: ২৪ অক্টোবর ২০১৮, ১১:৩৩ পিএম

ওবামা ও হিলারির পর এবার বোমার প্যাকেট সিএনএন অফিসে
যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট বারাক ওবামা ও পররাষ্ট্র মন্ত্রী হিলারি ক্লিনটনের বাস ভবনের পর এবার বোমার প্যাকেট পাওয়া গেলো বিশ্বের অন্যতম জনপ্রিয় টিভি চ্যানেল সিএনএন এর নিউইয়র্ক অফিসে। আজ বুধবার ১০টায় এ ঘটনা ঘটে। এ সময় সেখানে আতঙ্ক ছড়িয়ে পড়ে। মিড টাউনের কলম্বাস সার্কেলে অবস্থিত সিএনএন অফিসের মেইল রুমে প্যাকেটটি আবিস্কারের পর কর্তৃপক্ষ পুলিশকে খবর দেয়। পুলিশ পুরো এলাকা ঘিরে ফেলে। পরে দুপুর নাগাদ বোমার প্যাকেটি সরিয়ে নেয়া হয়। টিভি করা হয়েছে প্যাকেট উদ্ধার করেছে পুলিশ পরীক্ষা নিরীক্ষার পর পুলিশ এটিকে সত্যিকারের পাইপ  বোমা বলে স্বীকার করেছে। ঘটনার সময় দুজন সংবাদ উপস্থাপক সংবাদ পড়ছিলেন। হটাৎ ফায়ার এলার্ম বেজে ওঠে। এতে তারা ভীত সন্ত্রস্ত হয়ে খবর পড়া বন্ধ করে বিজ্ঞাপন বিরতিতে যান। এরই মধ্যে পুলিশ এসে পুরো এলাকা ঘিরে ফেলে। ততক্ষনাৎ সিএনএন ঘটনাটি লাইভ দেখাতে শুরু করে। একই ধরনের বোমার প্যাকেট এর সাবেক প্রেসিডেন্ট বারাক ওবামা এবং হিলারি ক্লিনটনের বাস ভবনে পার্সেল করে পাঠানো হয়। তবে পুলিশ বা আইন শৃঙ্খলা রক্ষী বাহিনীর পক্ষ থেকে এ বোমার উৎস সম্পর্কে কিছুই জানানো হয়নি।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App