×

তথ্যপ্রযুক্তি

অত্যাধুনিক সর্বশেষ চিপসেট দিয়ে স্মার্টফোন বাজারে আনছে শাওমি

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ২৪ অক্টোবর ২০১৮, ০৩:৫৬ পিএম

অত্যাধুনিক সর্বশেষ চিপসেট দিয়ে স্মার্টফোন বাজারে আনছে শাওমি
অত্যাধুনিক সর্বশেষ চিপসেট দিয়ে স্মার্টফোন বাজারে আনছে চীনের  ব্র্র্যান্ড শাওমি। সম্প্রতি লঞ্চ হয়েছে কোয়ালকমের লেটেস্ট মোবাইল চিপসেট স্ন্যাপড্রাগন ৬৭৫ । আর এই চিপসেটেই ফোন আনতে যাচ্ছে শাওমি। মঙ্গলবার (২৩ অক্টোবর) ভারতে শাওমি প্রধান মানু জেইন এস তথ্য জানায়। তিনি বলেন, শিগগিরিই এই চিপসেট ব্যবহার করে স্মার্টফোন বাজারে আনবে শাওমি। গত অগাস্ট মাসে বাজারে এসেছিল স্ন্যাপড্রাগন চিপসেট। স্ন্যাপড্রাগন ৬৭৫ চিপসেটে রয়েছে ১১ এনএম এলপিপি ( 11Nm LPP) প্রসেস টেকনোলজি। এর সাথেই থাকছে অক্টাকোর Kryo 460 CPU আর Adreno 612 GPU। গেম লঞ্চের সময় স্ন্যাপড্রাগন ৬৭০- এর থেকে ৩০ শতাংশ তাড়াতাড়ি খুলবে স্ন্যাপড্রাগন ৬৭৫ চিপসেটে। এছাড়াও নতুন চিপসেটে ৩৫ শতাংশ জলদি ওয়েব ব্রাউজিং করা যাবে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App