×

তথ্যপ্রযুক্তি

২৫ অক্টোবর আসছে শাওমির ফাইভজি সাপোর্ট স্মার্টফোন

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ২৩ অক্টোবর ২০১৮, ০৩:২৩ পিএম

২৫ অক্টোবর আসছে শাওমির ফাইভজি সাপোর্ট স্মার্টফোন
অবশেষ ১০ জিবি র‌্যাম ও ফাইভজি সাপোর্ট করবে এমন স্মার্টফোন বাজারে আনার ষোষণা দিয়েছে চীনের ব্র্যান্ড শাওমী। শুধু তাই নয় চলতি মাসের ২৫ অক্টোবর ফোনটি বাজারে আনবে প্রতিষ্ঠানটি। এটির মডেল শাওমি ‘এমআই মিক্স থ্রি’। চলতি বছরে জুলাই মাস থেকে এই ফোনের বিষয়ে একের পর এক খবর ইন্টারনেটে প্রকাশিত হয়েছে। জানা যায়, কয়েকদিন আগেই কোম্পানির তরফ থেকে জানানো হয়ছিল অক্টোবরেই বাজারে আসবে এই ফোন। এই ফোনের বিশেষত্ব হলো এটিতে থাকতে পারে ফাইভজি সাপোর্ট। আর এই খবর সত্যি হলে এই প্রথম ফাইভজি নেটওয়ার্ক সাপোর্টসহ কোন স্মার্টফোন বাজারে আসতে চলেছে। এমআই মিক্স থ্রি’তে থাকবে স্লাইডার ক্যামেরা ডিজাইন। এর আগে অপো ফাইন্ড এক্স ফোনে একই ধরনের ডিজাইন দেখা গিয়েছিল। এর থেকে বেশি কিছু জানা যায়নি। এমআই মিক্স থ্রি থকে কিউএইচডি+অ্যামোলেড ডিসপ্লে থাকবে। এছাড়াও ফোনের ভিতরে থাকবে স্ন্যাপড্রাগন ৮৪৫চিপসেট আর ২০ মেগাপিক্সেল সেলফি ক্যামেরা। আগে এক রিপোর্টে থেকে জানা যায়, ৬জিবি র‌্যাম/ ৬৪ জিবি স্টোরেজ ভেরিয়েন্টের দাম হতে পারে ৫১০ মার্কিন ডলার। ৬জিবি র‌্যাম /১২৮ জিবি স্টোরেজ ভেরিয়েন্টে দাম ৫৫৫ মার্কিন ডলার । ৮জিবি র‌্যাম/১২৮ জিবি স্টোরেজ ভেরিয়েন্টের দাম ৬০০ মার্কিন ডলার

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App