×

বিনোদন

‘বোধ’ জুড়ে চিত্রায়িত হলো বাঁচার মর্মন্তুদ লড়াই

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ২৩ অক্টোবর ২০১৮, ১১:১০ এএম

‘বোধ’ জুড়ে চিত্রায়িত হলো বাঁচার মর্মন্তুদ লড়াই
বেঁচে থাকার লড়াইয়ে পিতা ঘিসু ও পুত্র মেধোকে অমানবিক করে তুলেছে ক্ষুধা। সম্পর্কের বন্ধন কোনো ভ‚মিকা রাখে না তাদের জীবনে। সামান্য কয়েকটি পোড়া আলু নিয়ে তাদের মধ্যে দেখা গেছে লড়াই। নিজের সন্তানসম্ভবা পুত্রবধূর অতিসামান্য খাদ্য কেড়ে নিতে ঘিসু উদ্বুদ্ধ করে ছেলে মেধোকে। ছেলে মেধো বোধহীন জন্তুর মতো কেড়ে নেয় বধূর সেই খাবার। বোধহীন সমাজব্যবস্থায় ‘বোধ’ জুড়ে চিত্রায়িত হলো বাঁচার মর্মন্তুদ লড়াই। গতকাল সোমবার সন্ধ্যায় শিল্পকলা একাডেমির এক্সপেরিমেন্টাল থিয়েটার হলে সংলাপ-এর ২৬তম নাটক ‘বোধ’ মঞ্চায়ন হলো। মুন্সী প্রেমচাঁদের গল্প অবলম্বনে এর নাট্যরূপ দিয়েছেন স্বপন দাস এবং নির্দেশনা দিয়েছেন মোস্তফা হীরা। নাটকটিতে দেখা যায়, ক্ষুধা তাদের এমনভাবে তাড়িত করে যে, নিজের পুত্রবধূকে মৃত ঘোষণা দিয়ে কিছু পয়সা পাওয়ার লোভ সামলাতে পারে না ঘিসু। পুত্র মেধোও তা সমর্থন করে। যে কোনোভাবে বেঁচে থাকাটাই যেন তাদের একমাত্র লক্ষ্য। অবশ্য নাটকের শেষ দৃশ্যে স্বপ্নের ঘোরে ঘিসু-মেধোকে দ্রোহী হতে দেখা যায়। ঘেন্না করে এই সমাজ, সমাজপতিদের। মেধো তার সন্তানকে বোধসম্পন্ন মানুষ হিসেবে গড়ে তুলতে চান। এভাবেই এগিয়ে যায় সামাজিক কাহিনীনির্ভর নাটক ‘বোধ’। এর বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন মো. হাবীবুর রহমান, মঈনুদ্দীন হাসান খোকন, হিমা মৃধা সোমা, শাকিল আহমেদ, মাসুদ আলম বাবু।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App