×

জাতীয়

১০ বছরে ঢাকায় ৩৮৮.৯৬ কিমি ফুটপাত নির্মাণ

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ২২ অক্টোবর ২০১৮, ০৬:০৫ পিএম

১০ বছরে ঢাকায় ৩৮৮.৯৬ কিমি ফুটপাত নির্মাণ

স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী খন্দকার মোশারফ হোসেন বলেছেন, গত ১০ বছরে রাজধানীতে ৩৮৮.৯৬ কিমি ফুটপাত নির্মাণ হয়েছে।

স্পিকার ড. শিরীন শারমীন চৌধুরীর সভাপতিত্বে সংসদের ২৩তম অধিবেশনের প্রথম দিনে সরকারি দলের এম. আবদুল লতিফের লিখিত প্রশ্নের জবাবে তিনি একথা বলেন।

তিনি বলেন, বর্তমানে ২০.৪২ কিলোমিটার ফুটপাত নির্মাণ ও উন্নয়ন কাজ চলমান রয়েছে। ভবিষ্যতে আরো ৮২.৪২ কিলোমিটার ফুটপাত নির্মাণ করা হবে।

তিনি আরো বলেন, ঢাকা উত্তর সিটিতে ১৯৩.৭১ ও দণি সিটিতে ১৯৫.২৫ কিলোমিটার ফুটপাত নির্মাণ করা হয়েছে। এরমধ্যে ৮০ কিলোমিটার প্রতিবন্ধীবান্ধব ফুটপাত নির্মাণ করা হয়েছে।

তিনি বলেন, ঢাকা দক্ষিণ ও উত্তর সিটি কর্পোরেশন কর্তৃপক্ষ সর্বদা ফুটপাত থেকে অবৈধ দখল উচ্ছেদ করতে বদ্ধপরিকর। ভবিষ্যতেও এ ধারা অব্যাহত থাকবে। এ সময় মন্ত্রী সংসদে উপস্থিত না থাকায় তার পে উত্তর দেন প্রতিমন্ত্রী মশিউর রহমান রাঙা।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App