×

পুরনো খবর

রুই মাছের ঝোল

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ২২ অক্টোবর ২০১৮, ০৪:০৮ পিএম

রুই মাছের ঝোল
উপকরনঃ * রুই মাছ বড ৮/১০ টুকরা, * টক ১/২ দুই কাপ, * পেঁয়াজ কুচি ৫/৬ টি, * আদা কুচি ১ টে চামচ, * রসুন কুচি ১ টে চামচ, * হলুদ গুড়া ১/২ চা চামচ, * মরিচ গুড়া ১ চা চামচ, * ধনে গুড়া ১ চা চামচ, * জিরা গুড়া ১/২ চা চামচ, * কাঁচামরিচ ৫/৬ টি, * কিশমিশ ১ টে চামচ, * সয়াবিন তেল ৮ টে চামচ, * লবন পরিমান মত।
প্রনালীঃ প্রথমে মাছের টুকরোগুলো হলুদ আর লবন দিয়ে মেখে তেলে ভেজে নিতে হবে। অন্য একটি কড়াইতে তেল দিয়ে তাতে পেঁয়াজ কুচি, আদা কুচি, হলুদ,মরিচ, দনে, জিরা, আদা বাটা, লবন, চিনি (অল্প) দিয়ে ভালোভাবে মসলা কসাতে হবে। এরপর মাছ দইসহ কড়াইতে দিয়ে দিতে হবে। তারপর ঢাকনা দিয়ে ভালোভাবে রান্না করতে হবে ঝোল ঝোল থাকতে হবে। নামানোর আগে কিশমিশ, কাঁচামরিচ ফেঁড়ে দিতে হবে ও জিরা গুঁড়া ছিটিয়ে দিয়ে নেড়ে নামিয়ে নিতে হবে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App