×

জাতীয়

ভুয়া পরিচয়পত্র তৈরি চক্রের তিন জন গ্রেপ্তার

Icon

কাগজ অনলাইন প্রতিবেদক

প্রকাশ: ২২ অক্টোবর ২০১৮, ০৯:৪৩ পিএম

ভুয়া পরিচয়পত্র তৈরি চক্রের তিন জন গ্রেপ্তার
নকল জাতীয় পরিচয়পত্র তৈরি করে তা দিয়ে অন্যের জমি হাতিয়ে নেওয়ার অভিযোগে তিনজনকে গ্রেপ্তার করেছে গোয়েন্দা পুলিশ। চক্রটি এভাবে প্রায় সাত একর জমি ভুয়া কাগজ তৈরির মাধ্যমে বিক্রি করেছে। ঢাকাটাইমসকে এসব তথ্য জানান ডিবির সিরিয়াস ক্রাইম বিভাগের জ্যেষ্ঠ সহকারী কমিশনার (এসি) মো. আলাউদ্দিন। তিনি জানান, ‘গাজীপুরের কালীচরণ নামে এক ব্যক্তির জাতীয় পরিচয়পত্রের নকল তৈরি করে চক্রটি। পরে সেখানে অন্যজনের ছবি লাগিয়ে কালীচরণের গাজীপুর শহরের জমি অন্যত্র বিক্রি করে দেন। যে ব্যক্তি জমি কিনেছিলেন তিনি কাগজ নিয়ে ব্যাংকে যান ঋণ নিতে। কাগজপত্র দেখে ব্যাংকের সন্দেহ হলে বিষয়টি ডিবি পুলিশকে জানায় তারা। পরে তদন্তে নেমে রাজধানীর বেইলী রোডে নাভানা স্টার কমপ্লেক্সের গ্রাউন্ডে অভিযান চালিয়ে এই চক্রের তিন সদস্যকে গ্রেপ্তার করা হয়। চক্রটি নানা সময় ভুয়া কাগজ তৈরি করে বিক্রি করে কয়েক কোটি টাকায় বিক্রির কথা স্বীকার করেছে বলে পুলিশকে জানায় আটক হওয়া মো. কাশেম, মোশাররফ ও ফয়সাল। গোয়েন্দা আলাউদ্দিন জানান, আটকের সময় তাদের কাছ থেকে জমির পর্চা দলিলপত্র সহ বেশ কিছু ভূয়া জাতীয় পরিচয় পত্র জব্দ করা হয়। এই চক্রে আরও কয়েকজন আছে বলেও জানতে পেরেছে পুলিশ। পরে ছয়জনকে আসামি করে মামলা করা হয়। এদের মধ্যে তিন জনকে আদালতে পাঠানো হয়েছে। বাকিদের আটকে অভিযান চলছে বলে জানান গোয়েন্দা কর্মকর্তা আলাউদ্দিন।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App