×

বিনোদন

দেবীর টানে ছুটছেন দর্শক

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ২২ অক্টোবর ২০১৮, ০২:১০ পিএম

দেবীর টানে ছুটছেন দর্শক
প্রথমবারের মতো সিনেমা পরিচালনা করেছেন অনম বিশ্বাস। প্রথম সিনেমা হিসেবে তিনি বেছে নিয়ে হুমায়ূন আহমেদের উপন্যাস। সিনেমার নাম ‘দেবী’। গত শুক্রবার সারাদেশের ২৯টি প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে সিনেমাটি। মুক্তির আগেই ঢাকার সিনেমা হলগুলোতে প্রথম দুই দিনের অগ্রিম টিকেট বিক্রি হয়ে গিয়েছিল। সেই ধারাবাহিকতায় মুক্তির দিন রাজধানীর বসুন্ধরা সিনেপ্লেক্স, ব্লকবাস্টার সিনেমাস, বলাকা, শ্যামলী সিনেমা, মধুমিতাসহ বাকি হলগুলোতে সিনেমাটি দেখার জন্য মানুষের লম্বা লাইন প্রত্যক্ষ করা গেছে। তবে ঢাকার বাইরের প্রেক্ষাগৃহগুলোর কি অবস্থা? চট্টগ্রামের আলমাস সিনেমা হলের সুপারভাইজার সাবের আহমদ জানান, ‘স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয় পড়ুয়া শিক্ষার্থীরা সিনেমাটি দেখতে আসছেন।’ খুলনার শঙ্খ সিনেমা হলেও চলছে ‘দেবী’। সিনেমা হলের ম্যানেজার রেজাউল বলেন, ‘নতুন নতুন দর্শক সিনেমাটি দেখতে আসছেন। বিশেষ করে নারী দর্শক বেশি আসছেন।’

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App