×

বিনোদন

আলম খানের পঁচাত্তরে পা

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ২২ অক্টোবর ২০১৮, ০২:০৫ পিএম

আলম খানের পঁচাত্তরে পা
প্রখ্যাত সুরকার ও সঙ্গীত পরিচালক আলম খান। আলম খান ৭৪ বছর পূর্ণ করে ৭৫ বছরে পা রাখছেন আজ। তবে আজকের দিনটিকে ঘিরে জাঁকজমকপূর্ণ কোনো অনুষ্ঠানের আয়োজন নেই বলে জানালেন এই সঙ্গীত পরিচালক। তবে নিজের জন্মদিনটিকে বিশেষ কিছু মনে করেন আলম খান, যেদিন তার নাতনি ফাতিহা আজমী খান এই পৃথিবীতে আসেন। কারণ আলম খানের জন্মদিনেই তার ছোট ছেলে আদনান খানের মেয়ের জন্ম। আজকের দিনে আলম খান ও তার নাতনি একসঙ্গে বাসায় কেক কাটবেন। জন্মদিন প্রসঙ্গে আলম খান বলেন, ‘ভাবলেই অবাক হই জীবন থেকে এতটা বছর পেরিয়ে গেছে। যখন মনে হয়, ওরে নীল দরিয়া, কী জাদু করিলা কিংবা হায়রে মানুষ রঙ্গিন ফানুস গানগুলোর কথা, তখন মনে হয় এইতো সেদিনের কথা। মনে পড়ে যখন বাস কিংবা গাড়ি দেখার জন্য একই স্থানে ১৫/২০ মিনিট দাঁড়িয়ে থাকতাম, অনেক সময় পরে একটি বাস বা গাড়ি দেখে খুব খুশি হতাম। অথচ এখন চারদিকে গাড়ির এত শব্দ, আর ভালো লাগে না। আমার স্ত্রী একটু অসুস্থ, তাই এবারের জন্মদিন নিয়ে তেমন জাঁকজমক কোনো আয়োজন নেই। আমার নাতনি আজমীর সঙ্গেই আনন্দে কেটে যাবে ৭৫-এর শুভ প্রহর। আল্লাহর কাছে অসীম কৃতজ্ঞতা। আমার বাবা-মা, আমার ভাই, আমার ওস্তাদ ননী চ্যাটার্জি আমাকে আমার কাজে অনেক উৎসাহ দিয়েছেন। আমি আমার সুন্দর জীবনটা ভীষণ উপভোগ করেছি। সবাই আমার জন্য দোয়া করবেন।’ উল্লেখ্য, মহিউদ্দিন পরিচালিত ‘বড় ভালো লোক ছিল’ চলচ্চিত্রের জন্য প্রথম জাতীয় চলচ্চিত্র পুরস্কার লাভ করেন তিনি। সর্বশেষ এ টি এম শামসুজ্জামান পরিচালিত ‘এবাদত’ চলচ্চিত্রের জন্য একই পুরস্কার লাভ করেন তিনি। মোট সাতবার এই পুরস্কার পান তিনি।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App