×

আন্তর্জাতিক

শীতে নগরবাসীকে কষ্ট দিতে চাননা নিউইয়র্কের মেয়র

Icon

শামীম আহমেদ

প্রকাশ: ২১ অক্টোবর ২০১৮, ০৮:১৪ এএম

শীতে নগরবাসীকে কষ্ট দিতে চাননা নিউইয়র্কের মেয়র
শীত মৌসুম এলেই নিউইয়র্কে নাগরিক জীবনে ঘটে নানা বিপত্তি। গরম পানি সরবরাহ থাকেনা। রুম হিটার সিস্টেম প্রায়ই বিকল হয়ে পড়ে। এ্যাপার্টমেন্ট ও প্রাইভেট হাউসের বাসিন্দারা পড়েন বিপাকে। ভাড়াটিয়াদের প্রতি মালিকের বেখেয়ালই এর কারন। শীত মৌসুম আসার আগে তারা যন্ত্রপাতি মেরামত করেন না। ফলে ভোগান্তিতে পড়তে হয় নগরবাসীদের। বাড়িওলারা উদাসীন। কিন্তু নগর পিতা বিল ডি ব্লাসিও বসে নেই। বাড়িওয়ালাদের হেয়ালিপনা তিনি জানেন। গরম পানি আর হিটের ভোগান্তি কমাতে তাই এবার আগে ভাগেই নিচ্ছেন একগুচ্ছ ব্যবস্থা। মেয়র জানিয়েছেন, হাউজিং অথরিটির পক্ষ থেকে এরই মধ্যে ৫০ জন হিটিং টেকনিশিয়ান নিয়োগ দেয়া হয়েছে। এর মধ্যে ৫টি ভ্রাম্যমান বয়লার টিম থাকছে। যারা জরুরী সেবা প্রদান করবে। হাউজিং অথরিটির একটি হটলাইন থাকবে। যা ভাড়াটিয়াদের সার্বক্ষনিক অভিযোগ গ্রহন করবে। উল্লেখ্য, নিউইয়র্ক সিটির প্রায় অর্ধেক বাড়িতে শীত মৌসুমে হিটিং সিস্টেমে বিপর্যয় ঘটে। সমস্য দেখা দেয় গরম পানি সরবরাহ ব্যবস্থায়। মেয়র বিষয়টি গুরুত্বের সাথে উপলব্ধি করে এ বিষয়ে এবার আগে ভাগেই ব্যবস্থা নিচ্ছেন। শুধু তাই নয় পুরো বিষয়টি তিনি স্বশরীরে তদারকি করছেন। সূত্র : এএমএনওয়াই

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App