×

জাতীয়

বানিয়াচংয়ে বেহাল সড়কে জনদুর্ভোগ চরমে

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ২১ অক্টোবর ২০১৮, ০৪:১২ পিএম

বানিয়াচংয়ে বেহাল সড়কে জনদুর্ভোগ চরমে
হবিগঞ্জের বানিয়াচংয়ে বেশির ভাগ সড়কই পাকাকরণ করা হয়েছে। সদর পেরিয়ে হাওরপাড়ের গ্রামগুলোর অভ্যন্তরীণ রাস্তার বেশির ভাগই কারপেটিং কিংবা ইট সোলিং। কিন্তু বানিয়াচং সদরের ২০ গ্রামের মানুষের চলাচলের বড়বাজার থেকে ৫-৬নং বাজারগামী পাকা রাস্তাটি ভেঙেচুরে বেহাল দশায় যানবাহন চলাচল তো দূরের কথা মানুষ পায়ে হেঁটেই চলাচল করতে হিমশিম খাচ্ছেন। এ অবস্থায় ওই সড়কে চলাচলকারী জনসাধারণের মধ্যে চরম ক্ষোভ বিরাজ করছে। অপরদিকে হাওরপাড়ে অবস্থিত বানিয়াচং ঐতিহ্যবাহী মন্দরী গ্রামসহ আরো কয়েকটি গ্রাম। ওই ইউনিয়নের চেয়ারম্যানের চেষ্টায় ১৫ বছর আগে শুঁটকি নদীতে একটি ব্রিজ নির্মাণ করা হয়। এরপর মন্দরী থেকে বানিয়াচংগামী ৫ কিলোমিটার সড়কটিতে যানবাহন চলাচলের জন্য কাজ শুরু হয়। গত বছর রাস্তাটির প্রায় ১ কিলোমিটারজুড়ে কারপেটিং করা হয়। বাকি সড়কটি কাঁচাই রয়ে গেছে। বর্তমানে সড়কটির একেবারেই নাজুক অবস্থা। যানবাহন হিসেবে একমাত্র টমটমই চলাচল করতে পারে। পুরো সড়কজুড়ে খানাখন্দ থাকায় পায়ে হাঁটার চেয়ে সময় বেশি লাগে বানিয়াচং পৌঁছাতে। মন্দরীসহ এর আশপাশের গ্রামের মানুষের চিকিৎসাসহ যাবতীয় কাজ বানিয়াচংয়ে এসে সারতে হয়। মুমূর্ষু রোগীকে হাসপাতালে নেয়ার সময় রোগীর অবস্থার আরো অবনতি ঘটে। গর্ভবতী নারীর বেলায় সমস্যা আরো প্রকট হয়ে দেখা দেয়। রাস্তায় গর্ভপাতের ঘটনাও ঘটেছে। উপজেলা সাব অ্যাসিস্টেন্ট ইঞ্জিনিয়ার সাইফুল ইসলাম জানান, বড়বাজার থেকে ৫-৬নং বাজারাগামী সড়কের টেন্ডার সম্পন্ন হয়েছে। কিছু দিনের মধ্যে ঠিকাদার নিয়োগ করা হবে। বানিয়াচং থেকে মন্দরী সড়ক সম্পর্কে তিনি বলেন, ওই সড়কে কারপেটিং করতে বিপুল পরিমাণ মাটি ফেলা প্রয়োজন। উপজেলা পরিষদ থেকে মাটির ব্যবস্থা করা হলে সড়কে কারপেটিংয়ের কাজ করা শুরু হবে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App