×

খেলা

বাংলাদেশের সামনে আজ জিম্বাবুয়ে

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ২১ অক্টোবর ২০১৮, ১০:৫০ এএম

বাংলাদেশের সামনে আজ জিম্বাবুয়ে
বাংলাদেশ ও জিম্বাবুয়ের মধ্যকার তিন ম্যাচ ওয়ানডে সিরিজ শুরু হচ্ছে আজ। মিরপুর শেরেবাংলা জাতীয় স্টেডিয়ামে প্রথম ম্যাচটি শুরু হবে দুপুর আড়াইটায়। এই ম্যাচটি হবে বাংলাদেশ ও জিম্বাবুয়ের মধ্যকার ৭০তম ওয়ানডে ম্যাচ। ঘরের মাঠ, পরিসংখ্যান সব দিক দিয়ে যোজন যোজন এগিয়ে টাইগাররা। তারপরও জিম্বাবুয়েকে সহজ প্রতিপক্ষ ভাবতে নারাজ স্টিভ রোডসের শিষ্যরা। অতীতের ৬৯ ম্যাচের ৪১টিতে জয়ী লাল-সবুজের প্রতিনিধিরা সাম্প্রতিক একের পর এক সাফল্য পাচ্ছে। অন্যদিকে আফ্রিকার দেশটি নিজেদের হারিয়ে খুঁজছে। ১৯৯৭ সালে প্রথমবারের মতো জিম্বাবুয়ের বিপক্ষে ওয়ানডে ম্যাচ খেলেছিল বাংলাদেশ। ওই ম্যাচে বাংলাদেশ হেরেছিল ৪৮ রানে। জিম্বাবুয়ের বিপক্ষে প্রথম ১০টি ওয়ানডে ম্যাচে হারে বাংলাদেশ। ১১ ও ১২তম ম্যাচ পরিত্যক্ত হয়েছিল। ১৩তম ম্যাচে জয় পেয়েছিল টাইগাররা। ২০০৪ সালে হারারেতে হওয়া ওই ম্যাচে বাংলাদেশ জয় পায় ৮ রানে। এই একটি ম্যাচে জয় পাওয়ার পর টানা চার ম্যাচে হারে বাংলাদেশ। কিন্তু পরে টানা তিনটি জয় পায় টাইগাররা। এরপর থেকে জিম্বাবুয়ের বিপক্ষে আধিপত্য বিস্তার করে একের পর এক সাফল্য পেতে থাকে লাল-সবুজের জার্সিধারীরা। জিম্বাবুয়ের বিপক্ষে ওয়ানডেতে সর্বশেষ দশ ম্যাচের দশটিতেই জয় পেয়েছে বাংলাদেশ। টাইগারদের কাছে অন্য দশটা সিরিজের মতোই এটি আরেকটি লড়াই। কিন্তু, দৃষ্টি আরেকটু সামনের দিকে দিলে এই সিরিজ আর সাধারণ সিরিজে আবদ্ধ থাকছে না। জিম্বাবুয়ে বিপক্ষে ওয়ানডে সিরিজকে ইংল্যান্ড বিশ্বকাপের রিহার্সেল হিসেবে নিচ্ছে টিম মাশরাফিরা। এমতাবস্থায় ২০১৯ সালের ৩০ মে অনুষ্ঠিতব্য বিশ্বকাপের জন্য একটি স্থিতিশীল দল গড়াই যেন চ্যালেঞ্জ বাংলাদেশের জন্য। ইংল্যান্ডের মাটিতে হতে যাওয়া বিশ্বকাপটির বাকি আর মাত্র কয়েক মাস। বিশ্বকাপের আগে বাংলাদেশ দল দেশের মাটিতে চলতি বছরে খেলবে জিম্বাবুয়ে ও ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে। নতুন বছরে খেলা রয়েছে নিউজিল্যান্ডের সঙ্গে। এই কয়েকটা সিরিজের মধ্য দিয়েই এগুতে হবে বিশ^কাপের জন্য ব্যাপারটা জানা আছে টিম ম্যানেজম্যান্টেরও। যার প্রথমটা শুরু হচ্ছে আজ, জিম্বাবুয়ের বিপক্ষে তিন ম্যাচ ওয়ানডে সিরিজের মাধ্যমে। তুলনামূলক দুর্বল প্রতিপক্ষ হওয়ায় রোডেশিয়ানদের বিপক্ষে পরীক্ষা-নিরীক্ষার সুযোগ ছিল বাংলাদেশের। কিন্তু সাকিব ও তামিম ইনজুরিতে দলের বাইরে থাকায় সে পথে হাঁটেনি টিম বাংলাদেশ। অবশ্য সাকিব-তামিম পুরোপুরি সুস্থ থাকলেও যে বাংলাদেশ দল নতুন খেলোয়াড়দের নিয়ে পরীক্ষা-নিরীক্ষা করতে পারতো, সেটাও এক বাক্যে বলে দেয়া যায় না। কেননা, দেশের ক্রিকেটের পাইপলাইনে আন্তর্জাতিক মানের খুব বেশি ক্রিকেটার নেই। যা স্বীকার করে নিয়েছেন টাইগার অধিনায়ক মাশরাফি বিন মর্তুজা। অন্যদিকে ওয়ানডে সিরিজে নিজেদেরই ফেভারিট মানছেন জিম্বাবুয়ে দলপতি হ্যামিল্টন মাসাকাদজা। আর সেটা চেনা প্রতিপক্ষ বলেই। ম্যাচ পূর্ববর্তী সংবাদ সম্মেলনে তিনি বলেন, আমি মনে করি, গত কয়েক বছরে বাংলাদেশ বেশ এগিয়েছে, বিশেষ করে ঘরের মাঠে। আমরা তাদের বিপক্ষে অসংখ্য ম্যাচ খেলেছি। অতএব, আমাদেরও সুযোগ আছে। আর আপনি যদি ফেবারিটের ট্যাগের কথা বলেন, আমি এটা জিম্বাবুয়ের ওপরেই রাখব। জিম্বাবুয়ে অধিনায়ক আরো যোগ করেন, আসল বিষয় হচ্ছে ইতিবাচক থাকা এবং নিজেদের ফিরে পাওয়া। আমাদের স্পিনের চ্যালেঞ্জ মোকাবেলা করতে হবে। আমরা সেটি করেই সামনে এগিয়ে যেতে চাই। পাশাপাশি সবাইকে দলে পাওয়াটা আমাদের জন্য অনেক বড় একটি প্লাস পয়েন্ট এবং একটি ইতিবাচক দিকও বটে। যদিও ইনজুরির কারণে গ্রায়েম ক্রেমার নেই। তবে শুধু স্পিনারদের নিয়ে নয়, বাংলাদেশের পেসারদের নিয়েও ভাবতে হবে জিম্বাবুয়েকে। গত শুক্রবার বিসিবি একাদশের বিপক্ষে প্রস্তুতি ম্যাচে পেসারদের কাছেই যে নাজেহাল হয়েছে দলটি। বাংলাদেশ সময় দুপুর ২টা ৩০ মিনিটে প্রথম ওয়ানডে ম্যাচের মধ্য দিয়ে সিরিজটি শুরু হচ্ছে। বাংলাদেশ টেলিভিশন এবং গাজী টিভি ম্যাচটি সরাসরি সম্প্রচার করবে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App